রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নার্সেস স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ করে কক্ষের সামনে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস সমমান করার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা সশরীরে অবস্থান নিতে অসম্মতি জানালে এ বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রমেকের নার্সেস স্টেশনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় ক্ষোভ জানান শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, তাদের এ ন্যায্য আন্দোলনে সমর্থন দিলেও সশরীরে আসছেন না নার্সরা। তাই তাদের এ কর্মসূচি দিতে হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
নাসিম ইসলাম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, এতদিন পড়াশোনা করে এইচএসসি সম্মানের সার্টিফিকেট দেয় তারা। এটা তো হতে পারে না। আমরা দাবি আদায়ের সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
রংপুর নার্সিং স্টুডেন্টস অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বিজয় বলেন, আমাদের দাবিতে সিনিয়র স্টাফ নার্সরা একাত্মতা ঘোষণা করলেও তারা আন্দোলনে আসেনি। তাই নার্সিং স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ কর্মসূচি পালন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।
মন্তব্য করুন