কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশীয় ড্রেজিং শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান বিসিএসডিওএর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ কাটার সাকশন ড্রেজার ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিএসডিওএ)-এর মেম্বারশিপ সার্টিফিকেট ও কার্ড বিতরণ অনুষ্ঠান শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় গুলশান ক্লাবের দ্য ক্রিস্টাল প্যালেস হলে অনুষ্ঠিত হয়। বর্তমানে অ্যাসোসিয়েশনের সদস্যরা এই আয়োজনে অংশগ্রহণ করে তাদের সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ।

তিনি বলেন, ‘বর্তমানে আমরা ৫১ সদস্যবিশিষ্ট একটি পরিবার, যারা একত্রে, এক ছায়াতলে দাঁড়িয়ে দেশের ড্রেজিং শিল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাসোসিয়েশনের কার্যপরিধি বাড়ানো ও সদস্যদের সম্পৃক্ততা আরও দৃঢ় করার মাধ্যমে আমরা এই শিল্পকে আরও শক্তিশালী করতে চাই।’

বশির আহমেদ বক্তব্যে বিদেশি ড্রেজিং কোম্পানির অপতৎপরতা ও দেশীয় শিল্পের প্রতি অবহেলার অভিযোগ তুলে ধরে বলেন, ‘দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ না দিলে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাবে। বিদেশি ঠিকাদাররা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে উৎসাহিত হচ্ছে, এতে দেশীয় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

তিনি অভিযোগ করেন, ‘ওটিএম পদ্ধতিতে বিদেশি প্রতিষ্ঠানগুলো কাজ নিয়ে স্থানীয় ঠিকাদারদের দিয়ে তা সাব-কন্ট্রাক্টে করায়। এতে বিদেশিরা লাভের বড় অংশ নিয়ে যায়, অথচ দেশীয় ঠিকাদাররা অল্প মুনাফায় কাজ করতে বাধ্য হন। এই অনিয়ম বন্ধ হওয়া দরকার।’

বশির আহমেদ আরও বলেন, ‘অনেক বিদেশি ড্রেজার কোম্পানি কাজ শেষে ড্রেজার ফিরিয়ে না নিয়ে দেশে রেখে পুনরায় ব্যবহার করছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। একই কাজ আন্তর্জাতিক দরপত্রে ৩-৪ গুণ বেশি খরচে হলেও, দেশীয় কোম্পানির মাধ্যমে তা অনেক কম ব্যয়ে ও দক্ষতায় সম্পন্ন করা সম্ভব।’

তিনি বলেন, ‘আমরা ৭৫ জন দেশীয় ড্রেজিং ব্যবসায়ী সরকারের কাছে দাবি জানাই, বিদেশি দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং স্থানীয় শিল্পকে রক্ষা করা হোক।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এস এস রহমান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রাকিবুল আলম। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, ‘ড্রেজিং শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একত্রিত হয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমডোর (অব.) হাসান জামান খান – ডিরেক্টর, রেডিয়্যান্ট ড্রেজিং, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হালিম – সিনিয়র অ্যাডভাইজার, কর্ণফুলি শিপ বিল্ডার্স লি., এম শাহজাহান – ম্যানেজিং ডিরেক্টর, চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,আব্দুল্লাহ নাহিদ নিগার – ম্যানেজিং ডিরেক্টর, ড্রেজিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিয়ন লি., মো. শামীম রেজা – ম্যানেজিং ডিরেক্টর, এশিয়ান ড্রেজার্স লি. এবং বিসিএসডিওএর ইসি সদস্যরা।

সোনালী ড্রেজার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুছ অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, ‘সম্মিলিতভাবে কাজ করলে যেমন ড্রেজিং শিল্পের সঙ্গে জড়িত মালিকরা উপকৃত হবেন, তেমনি অ্যাসোসিয়েশন আরও বেশি শক্তিশালী হবে।’

অ্যাসোসিয়েশনের ডিরেক্টর টি এম হেমায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারী সদস্যরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ড্রেজিং শিল্পের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

মুখ অতিরিক্ত ঘামে কেন, যা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, দেখে নিন দু’দলের একাদশ

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি গ্রেপ্তার

দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত!

খাগড়াছড়িতে ৩ জন নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

শরিয়াহ কমিটির সদস্যদের মাসিক বেতন ২৫ হাজার টাকা

চার বছর পর নতুন নেতৃত্বে চমেক ছাত্রদল

২৩ বছরে ফাইনারী অ্যাডভারটাইজিং

জাবি সংলগ্ন মহাসড়কের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১০

পাঠ্যপুস্তকে জুবিন গার্গের জীবনী

১১

আরও ২৫০ সনাতনীর বিএনপিতে যোগদান

১২

দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

১৩

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে : নেতানিয়াহু

১৪

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে

১৫

কাঠগড়ায় দুর্জয়কে দেখে কাঁদলেন স্ত্রী, চুমু খেলেন বোন

১৬

হজে কমেছে বিমান ভাড়া, বেড়েছে স্বাস্থ্যবিমা

১৭

আরও এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

১৮

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে তথ্য উপদেষ্টার অভিযোগ

১৯

পূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে জবি

২০
X