

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা ‘ব্যাটল অব ট্রেডার্স–সিজন ৫’ এবং উইন্টার ফেস্ট। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে সোমবার (২৯ ডিসেম্বর) ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করা হয়। চলবে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান । এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মেলায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
আয়োজকদের দাবি, মেলাটি তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন, পণ্য প্রদর্শন ও উদ্যোক্তা সক্ষমতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উদ্যোক্তা মেলার পাশাপাশি উইন্টার ফেস্ট উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের বাহারি পিঠা ও খাবারের স্টল, যা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
মেলার সার্বিক তত্ত্বাবধায়নে আছে ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্ট এর উপপরিচালক কে এম মনিরুল ইসলাম।
মন্তব্য করুন