টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে পরীক্ষা দিতে পা‌রে‌নি এইচএসসির ২২ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা হলের বাইরে অবস্থান নেয়। ছবি : কালবেলা
এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা হলের বাইরে অবস্থান নেয়। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ভূঞাপুরে এইচ‌এস‌সি পরীক্ষায় অংশগ্রহণ কর‌তে পা‌রে‌নি ২২ জন শিক্ষার্থী। ক‌লেজ কর্তৃপক্ষের অব‌হেলা ও এক শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে তারা।

রোববার (৩০ জুন) সকা‌লে পরীক্ষা শুরুর আগে নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ জন শিক্ষার্থী বিক্ষুব্ধ হ‌য়ে নিকরাইলের পল‌শিয়া রানী দীনম‌নি উচ্চ বিদ্যালয় কে‌ন্দ্রে গি‌য়ে ভাঙচুর কর‌তে থা‌কে।

এতে পু‌লি‌শের সঙ্গে পরীক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প‌রে অতিরিক্ত পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে শিক্ষার্থী‌দের অভিযোগ, বিনা কার‌ণে পু‌লিশের সদস্যরা পরীক্ষার্থীদের মারধর করেছে।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় কেন্দ্রের বাইরে গেটে দাঁড়ি‌য়ে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। এ সময় অভিভাবকরাও কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সান্ত্বনা দেন এবং দোষী‌দের বিরু‌দ্ধে শা‌স্তিমূলক ব্যবস্থা গ্রহ‌ণে জোর দাবি জানা‌ন।

জানা যায়, উপ‌জেলার নিকরাইল শম‌সের ফ‌কির ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষার জন্য নির্ধা‌রিত টাকার চে‌য়ে বাড়তি টাকা দাবি ক‌রে। এতে অনেক শিক্ষার্থী বাড়তি টাকা দি‌তে অস্বীকার ক‌রে। প‌রে এই সু‌যো‌গে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হো‌সেন ২২ জন পরীক্ষার্থীর কাছ থে‌কে ৩ হাজার টাকা করে নেয় ফরম পূরণের জন্য। কিন্তু পরবর্তীতে ওই শিক্ষার্থী‌দের বোর্ড থে‌কে কোনো রে‌জি‌স্ট্রেশ‌ন কার্ড বা প্রবেশপত্র দেওয়া হয়‌নি।

শ‌নিবার (২৯ জুন) ২২ জন পরীক্ষার্থী কলেজে গি‌য়ে প্রবেশপত্র নি‌তে গে‌লে তা‌দের ফরম পূরণ হয়নি ব‌লে জা‌নি‌য়ে দেওয়া হয়। প‌রে শিক্ষার্থীরা শিক্ষক লোকমান হো‌সেনের সঙ্গে যোগা‌যোগ ক‌রেও কোনো সুরাহা পায়‌নি।

শম‌সের ফকির ডিগ্রি ক‌লেজ থে‌কে নিয়‌মিত ও অনিয়‌মিত মি‌লি‌য়ে এইচ‌এস‌সি পরীক্ষায় এই পল‌শিয়া রানী দীনম‌নি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭১ জন অংশগ্রহণ ক‌রে‌ছে।

পরীক্ষার্থীরা জানায়, কলেজ কর্তৃপক্ষের দাবিকৃত ৮ হাজার টাকা দি‌তে না পারায় ফরম পূরণ করেনি। প‌রে কলেজের বাংলা প্রভাষক লোকমানের মাধ্যমে ফরম পূরণ করে জালিয়াতির শিকার হ‌য়ে‌ছি। টাকা দি‌য়েও পরীক্ষায় অংশগ্রহণ কর‌তে পারলাম না। আমা‌দের ভবিষ্যৎ নষ্ট হ‌য়ে যা‌বে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকের প্রতারণার কার‌ণে। আমরা যে কোনো মূ‌ল্যে পরীক্ষা দি‌তে চাই।

প্রভাষক লোকমান হো‌সেন ব‌লেন, ওই ২২ জন শিক্ষার্থীর ফরম পূরণ হ‌য়ে‌ছে। সব প্রমাণপত্র আমার কা‌ছে রয়েছে। কিন্তু গতকাল রা‌তে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বো‌র্ডে ফোন ক‌রে ২২ জন পরীক্ষার্থীর ফরম বা‌তিল করেছেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তারুজ্জামান জানান, পরীক্ষার্থীরা ক‌লে‌জে‌ কোনো যোগাযোগ করেনি। অনেক শিক্ষার্থীকে বিনামূ‌ল্যে ফরম পূরণ করা হ‌য়ে‌ছে। বাড়তি ফি নেওয়া হয়‌নি। শিক্ষার্থী‌দের অভিযোগ সত্য না।

ভুঞাপুর থানার (ওসি) আহসান উল্লাহ জানান, পরীক্ষা দি‌তে না পারা শিক্ষার্থীরা ক্ষুব্ধ হ‌য়ে কে‌ন্দ্রে আন্দোলন ক‌রে। ‌প‌রে কেন্দ্রে অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, ২২ জন পরীক্ষার্থী ক‌লেজ কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে এইচএসসি ফরম পূরণ করেছে ব‌লে ক‌লেজের অধ্যক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লি‌খিত অভিযোগ ক‌রেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম কালবেলাকে জানান, বোর্ড কর্তৃপক্ষ ওই ২২ জন পরীক্ষার্থীর ফরম পূরণ বা‌তিল করায় তারা পরীক্ষায় অংশগ্রহণ কর‌তে পারছে না। শিক্ষার্থী‌দের অভিযোগ খ‌তি‌য়ে দে‌খে দোষী‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল / ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী

মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

১০

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

১১

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

১২

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

১৩

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

১৪

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

১৬

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

১৭

বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

১৮

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

১৯

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

২০
X