বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আসামি গ্রেপ্তার হলেও উদ্ধার হয়নি ২০ টন চাল

চালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
চালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে ২০ টন চালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হলেও উদ্ধার হয়নি চাল।

গ্রেপ্তার আসামিরা হলো মো. চুন্নু মিয়া, মো. আজিজুল হক, মো. কাউসার উদ্দিন, ওমর ফারুক, মো. ফরিদুল ইসলাম ও মো. রবিউল আওয়াল। তারা সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা।

জানা গেছে, গত ৩১ মে রাতে ২০ টন চাল নিয়ে মোহনগঞ্জ থেকে ঢাকায় রওনা দেন চালক মো. নাসির ও সহযোগী মো. সজিব। ভোর ৪টার দিকে ত্রিশাল থানাধীন বাগান এলাকায় পৌঁছালে ট্রাকটি ব্যারিকেড দেয় দুটি প্রাইভেট কার। এ সময় ৩/৪ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও সহযোগীর হাত-পা বেঁধে ফেলেন। তাদের দুজনকে প্রাইভেটকারে উঠিয়ে ময়মনসিংহের দিকে এবং চালবাহী ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা দেয় আসামিরা। সকালের দিকে ট্রাকচালককে গাজীপুরের শ্রীপুর এবং সহযোগীকে শেরপুরের নকলা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা হয়।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তারের পর নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠোনোর নির্দেশ দেন।

চাল উদ্ধার করতে না পারার কারণ হিসেবে ত্রিশাল থানার ওসি মো. কামাল হোসেন কালবেলাকে বলেন, চালবোঝাই ট্রাকটি ছিনতাইয়ের পর আসামিরা গফরগাঁও ও ঢাকায় তা বিক্রি করে দেয়। আমরা ছয়জনকে গ্রেপ্তার করতে পারলেও চাল উদ্ধার সম্ভব হয়নি।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা জানিয়েছে, দুজন পলাতক আছে। তারা চালগুলো বিক্রি করেছে। এ দুজনকে গ্রেপ্তার করা গেলে কোথায়, কার কাছে বিক্রি করেছে, তা জানা সম্ভব হবে।

ওসি আরও বলেন, লুট হওয়া ট্রাকটি ঘটনার তিনদিন পর পরিত্যক্ত অবস্থায় গাজীপুরে পাওয়া যায়। এতে কোনো চাল ছিল না। এরপর ধারাবাহিক অভিযানে জড়িত ছয়জন ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১০

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১১

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১২

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৩

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৪

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৫

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৬

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

১৭

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১৮

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১৯

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

২০
X