শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আসামি গ্রেপ্তার হলেও উদ্ধার হয়নি ২০ টন চাল

চালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
চালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে ২০ টন চালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হলেও উদ্ধার হয়নি চাল।

গ্রেপ্তার আসামিরা হলো মো. চুন্নু মিয়া, মো. আজিজুল হক, মো. কাউসার উদ্দিন, ওমর ফারুক, মো. ফরিদুল ইসলাম ও মো. রবিউল আওয়াল। তারা সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা।

জানা গেছে, গত ৩১ মে রাতে ২০ টন চাল নিয়ে মোহনগঞ্জ থেকে ঢাকায় রওনা দেন চালক মো. নাসির ও সহযোগী মো. সজিব। ভোর ৪টার দিকে ত্রিশাল থানাধীন বাগান এলাকায় পৌঁছালে ট্রাকটি ব্যারিকেড দেয় দুটি প্রাইভেট কার। এ সময় ৩/৪ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও সহযোগীর হাত-পা বেঁধে ফেলেন। তাদের দুজনকে প্রাইভেটকারে উঠিয়ে ময়মনসিংহের দিকে এবং চালবাহী ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা দেয় আসামিরা। সকালের দিকে ট্রাকচালককে গাজীপুরের শ্রীপুর এবং সহযোগীকে শেরপুরের নকলা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা হয়।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তারের পর নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠোনোর নির্দেশ দেন।

চাল উদ্ধার করতে না পারার কারণ হিসেবে ত্রিশাল থানার ওসি মো. কামাল হোসেন কালবেলাকে বলেন, চালবোঝাই ট্রাকটি ছিনতাইয়ের পর আসামিরা গফরগাঁও ও ঢাকায় তা বিক্রি করে দেয়। আমরা ছয়জনকে গ্রেপ্তার করতে পারলেও চাল উদ্ধার সম্ভব হয়নি।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা জানিয়েছে, দুজন পলাতক আছে। তারা চালগুলো বিক্রি করেছে। এ দুজনকে গ্রেপ্তার করা গেলে কোথায়, কার কাছে বিক্রি করেছে, তা জানা সম্ভব হবে।

ওসি আরও বলেন, লুট হওয়া ট্রাকটি ঘটনার তিনদিন পর পরিত্যক্ত অবস্থায় গাজীপুরে পাওয়া যায়। এতে কোনো চাল ছিল না। এরপর ধারাবাহিক অভিযানে জড়িত ছয়জন ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল জুয়ায় আসক্ত ছেলে

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১০

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১১

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১২

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৩

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৪

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৫

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৬

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৭

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৮

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৯

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

২০
X