চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কোটাবিরোধীদের আন্দোলনে চট্টগ্রাম অচল

সড়ক অবরোধ করায় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করায় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : কালবেলা

কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির জেরে উতপ্ত চট্টগ্রাম। সরকারি চাকরিতে কোটা বাতিলের চার দফা দাবিতে চট্টগ্রামের বিভিন্ন সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

এতে চট্টগ্রামের দুই নম্বর গেট, ষোলশহর, লালখানবাজারসহ আশপাশের সড়কে অচলাবস্থা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়েছে যান চলাচল।

রোববার (৭ জুলাই) দুপুরে নগরের দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে কোটা বাতিলের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিকেলের দিকে দুই নম্বর গেট এলাকা থেকে সরে গিয়ে তারা অবস্থান নেন লালখান বাজার সড়কে। সন্ধ্যা ৭টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত লালখান বাজারে অবস্থান করছেন আন্দোলকারীরা।

লালখান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, বহদ্দারহাট—জিইসি হয়ে টাইগারপাসগামী এবং টাইগারপাস থেকে বহদ্দারহাটগামী গাড়িগুলো লালখান বাজার এলাকায় আটকা পড়ে। ফলে নগরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানজটের কবলে পড়েছেন অফিসফেরত যাত্রীসহ বিভিন্ন কর্মজীবীরা।

এর আগে বেলা ৩টার দিকে দুই নাম্বার গেটে জড়ো হন আন্দোলনকারীরা। এতে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুই নম্বর গেট থেকে আন্দোলকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে যেতে চাইলে পুলিশি বাধায় তারা পথ পরিবর্তন করে জিইসি হয়ে লালখান বাজার সড়কে গিয়ে অবস্থান নেয়।

তাদের অবস্থানকে কেন্দ্র করেই মূলত ষোলশহর, লালখান বাজার, টাইগার পাস, বহদ্দারহাট, জিইসিসহ নগরের বিভিন্ন সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

চট্টগ্রামের কোটা আন্দোলনের নেতা আবুল ফয়েজ মামুন বলেন, ২০১৮ সালের পরিপত্র বহালসহ ৪ দফা দাবিতে ছাত্র সমাজের কর্মসূচি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজকে বিশ্ববিদ্যালয় ও কলেজে সকল ক্লাস এবং পরীক্ষা বর্জন করা হয়েছে।

তিনি বলেন, প্রথমে ষোলশহরের দিকে অবস্থান নিয়েছিলাম আমরা। সেখান থেকে লালখান বাজার সড়ক থেকে সরে আসি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১১

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১২

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৩

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৪

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৫

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৬

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১৭

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

১৮

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

২০
X