বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের নেতারা।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভু চরন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, প্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক জগদীশ সানা প্রমুখসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সৌজন্য সাক্ষাতের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া আশাশুনি উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
মন্তব্য করুন