নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে-ঘাটে ব্যস্ত সময় পার করছেন ফজলে হুদা

নওগাঁ-৩ আসনে ধানের শীষের প্রার্থী ফজলে হুদার ব্যস্ত প্রচারণা। ছবি : কালবেলা
নওগাঁ-৩ আসনে ধানের শীষের প্রার্থী ফজলে হুদার ব্যস্ত প্রচারণা। ছবি : কালবেলা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি দিনরাত মাঠে থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

নির্বাচনী এলাকার বদলগাছী ও মহাদেবপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিতভাবে হাট-বাজার, পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক উঠান বৈঠকে অংশ নিচ্ছেন ফজলে হুদা বাবুল। সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি সরাসরি শুনছেন জনগণের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা।

এই প্রচারণা কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তারা ধানের শীষ প্রতীকের তাৎপর্য তুলে ধরে ভোটারদের মাঝে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করছেন।

প্রচারণায় ফজলে হুদা বাবুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও সরাসরি সহায়তা, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তন এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।

ফজলে হুদা বাবুল বলেন, নওগাঁর মানুষ পরিবর্তন চায়, তারা ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন চায়। আমি জনগণের দোয়ায় তাদের সেই প্রত্যাশার প্রতিনিধিত্ব করতে চাই এবং সবসময় মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। নির্বাচনে অংশ নেওয়ার পর আমি যখন ভোটারদের ঘরে ঘরে যাচ্ছি, তখন তারা আমার আগের কাজের প্রশংসা করছেন এবং আশা প্রকাশ করছেন আমি নির্বাচিত হলে উন্নয়নমূলক কাজ করব। জনগণের দোয়া ও সমর্থন আমার সঙ্গে আছে- আমি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হব।

মহাদেবপুর উপজেলার একাধিক বিএনপি নেতা জানান, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি ইতিবাচক সাড়া লক্ষ করা যাচ্ছে। অনেক ভোটার আগে ভিন্ন অবস্থানে থাকলেও এখন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

এলাকার নারী ও পুরুষ ভোটাররা বলছেন, আমরা এমন নেতা চাই যিনি আমাদের কথা শুনবেন, পাশে থাকবেন এবং সত্যিকারের উন্নয়ন করবেন। ফজলে হুদা এলাকার সন্তান, আগেও আমাদের পাশে ছিলেন-ভবিষ্যতেও থাকবেন বলে আমরা বিশ্বাস করি।

বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে ফজলে হুদা বাবুলের গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচারণার সময় অনেক নারী ভোটার ধানের শীষে ভোট দেওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং প্রার্থীর জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিল নাসীরুদ্দীন পাটওয়ারী

পাকিস্তানকে এ কেমন অপমান?

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নেই শাকিবের নাম

বিএনপির আরও ৪৪ নেতাকে দুঃসংবাদ

ক্ষমতায় গেলে বিনামূল্যে যেসব তথ্যপ্রযুক্তি সেবা দেবে বিএনপি

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বড় দুঃসংবাদ

নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না : মির্জা আব্বাস

পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা ইফতি

সিরাজগঞ্জের পথে তারেক রহমান

১০

ডলার নেই জাতিসংঘে, চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

১১

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১২

সাহস থাকলে কিয়েভে আসুন, পুতিনকে জেলেনস্কি

১৩

মাঠে-ঘাটে ব্যস্ত সময় পার করছেন ফজলে হুদা

১৪

ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে : সালাম

১৫

চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৭

বগুড়া বিএনপির ঘাঁটি, দায়িত্ব আপনাদের হাতে: তারেক রহমান

১৮

ভেনেজুয়েলায় বন্দিদের সাধারণ ক্ষমা করতে যাচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট

১৯

‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে আরও ১২ জনের নাম বাতিল

২০
X