ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ এইচএসসি (বিএম) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালান। এ সময় অভিযুক্ত ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- ওবায়দুল মাতুব্বর, নাহিদ হোসেন, তরিকুল ইসলাম, মুশফিকুর ও সিমা আক্তার। তারা সবাই মাধবপুর টেকনিক্যাল কলেজের পরীক্ষার্থী।
কেন্দ্র সচিব প্রভাষক ফারুক হোসেন বলেন, পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনার অপরাধে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই। এ সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ৫টি স্মার্ট ফোন জব্দ করা হয় এবং অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
মন্তব্য করুন