সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

পড়াশোনার পাশাপাশি ড্রাগন চাষে দুই শিক্ষার্থীর বাজিমাত

ফরিদপুরের সদরপুরে ড্রাগন চাষ সফল দুই শিক্ষার্থী। ছবি : কালবেলা
ফরিদপুরের সদরপুরে ড্রাগন চাষ সফল দুই শিক্ষার্থী। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুরে ড্রাগন চাষ করে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। কয়েক বছর আগেও দেশের মানুষ জানত এটি বিদেশি ফল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশে ড্রাগনের চাষ এতটা বেড়েছে যে, এখন এটি দেশি ফল বলেই মানুষের কাছে পরিচিতি।

জানা গেছে, সদরপুর উপজেলা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আকোটের চরের ছলেনামা গ্রামে তরুণ এই দুই উদ্যোক্তা নিজেদের ড্রাগন ফলের বাগান করেছেন। তারা হলেন নর্দার্ন ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টর তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল আদনান এবং ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র রাকিব হোসেন।

সরেজমিনে দেখা যায়, তের বিঘা জমিতে দুই উদ্যোক্তার ড্রাগনের বাগান। সবুজ রঙের গাছে গাছে ঝুলছে ছোট-বড় ড্রাগন ফল। আবার কোনো গাছে ফুল আসছে। তারা ২০২১ সালে করোনাকালীন সময় থেকে ড্রাগন ফলের চাষ শুরু করেন। ড্রাগনের পাশাপাশি লেবু, থাই পেয়ারা, আপেলকুলসহ এখানে নানান ধরনের ফলের বাগান আছে। এ ছাড়া বাগানে প্রচুর ফুল ও ফল হয়েছে। বাগানটি একনজর দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। অনেকেই পরামর্শ নিচ্ছেন। আবার কেউ কেউ বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন।

শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, করোনার সময় ঘরে বসে না থেকে বাগান করার পরিকল্পনা করি আমরা দুই বন্ধু। সেই ভাবনা থেকে বিভিন্ন বাগান ও হার্টিকালচার থেকে অভিজ্ঞতা নেই। পরে বন্ধুর মা’র কাছ থেকে কিছু টাকা নিয়ে ২০২১ সালে ড্রাগন বাগান শুরু করি। তবে কিছুদিন পরে বন্যার কবলে পরে সব গাছ নষ্ট হয়ে যায়। পরে আবারও নতুন করে বাগান শুরু করি।

আর সাইফুল আদনান বলেন, বাড়ির পাশে ১৩ বিঘা জমি লিজ নিয়ে ড্রাগন ফলের চাষ শুরু করি। বিভিন্ন জায়গার বাগান, হার্টিকালচার ও ইউটিউবে ড্রাগন ফলের চাষের অভিজ্ঞতা নিয়ে সফলতার স্বপ্ন দেখি। এক পর্যায়ে সদরপুর উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে কাজ শুরু করি। আমাদের বাগানে আজ শত শত ড্রাগন ফলের গাছ রয়েছে। প্রতিটি গাছ থেকে ১০ থেকে ১৫ কেজি ফল পাচ্ছি। এখন ফল বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা আয় হচ্ছে। আয়ের চেয়ে বেশি ভালো লাগে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের বাগান দেখতে ভিড় করে।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন, ড্রাগন অনেক পুষ্টিসমৃদ্ধ ফল। এ ফল চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। খাবারের পুষ্টির মানও নিশ্চিত করা যায়। সাইফুল ও রাকিবের মতো শিক্ষিত উদ্যোক্তারা কৃষিতে কর্মসংস্থান সৃষ্টি করছেন। যারা কৃষিতে আসছেন, তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব সময় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ-মালদ্বীপ কৃষি সহযোগিতায় নতুন অঙ্গীকার

সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না : সাকি

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তথ্য দিলেন সালাহউদ্দিন

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

১০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

১১

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

১২

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

১৩

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

১৪

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

১৫

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

১৬

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

১৭

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

১৮

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

১৯

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

২০
X