নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১১:৫৩ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ছৈলাবুনিয়া রামস্মরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
ছৈলাবুনিয়া রামস্মরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। জেলা পরিষদের বরাদ্দের ৫০ হাজার টাকা তুললেও এখনো কাজ শুরু করেননি তিনি।

জানা গেছে, উপজেলার দৈহারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছৈলাবুনিয়া গ্রামে ছৈলাবুনিয়া রামস্মরণ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নামে ২০২১-২২ অর্থবছরে এক লাখ টাকা বরাদ্দ দেয় পিরোজপুর জেলা পরিষদ। প্রাথমিক পর্যায়ে কাজের জন্য বরাদ্দের ৫০ হাজার টাকা উত্তোলন করেন ইউপি সদস্য রাজিব শিকদার। তিনি টাকা উত্তোলন করে নানা অজুহাতে দুই বছরেও ওই টাকা ব্যবহার করেননি বিদ্যালয়ের কোনো কাজে।

স্থানীয়দের দাবি, স্কুল কমিটির কাউকে কিছু না জানিয়ে প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ করেছেন ইউপি সদস্য রাজিব শিকদার। একাধিকবার কাজের প্রতিশ্রুতি দিলেও উন্নয়নের বরাদ্দকৃত টাকা তিনি নিজের পকেটে রেখে দিয়েছেন। সরকারি বরাদ্দের টাকা স্কুল কমিটির কাছে বুঝিয়ে না দিয়ে ব্যক্তিগতভাবে পকেটে রাখার কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছেন তারা।

ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা সাবেক সচিব শ্যামাপ্রসাদ বেপারী বলেন, ইউপি সদস্য রাজিব শিকদার আমাদের স্কুল উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কথা বলে ৫০ হাজার টাকা উঠিয়ে নিয়েছেন। ওই টাকা বরাদ্দের সময় আমি সুপারিশ করে দিয়েছিলাম। এখনো যে ওই টাকার কাজ করেনি এটা আমার জানা নেই।

এ বিষয়ে ইউপি সদস্য রাজিব শিকদার বলেন, জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ১ লাখ টাকার ৫০ হাজার টাকা উঠিয়েছি। নিজের অলসতার জন্য স্কুলের কাজ ধরতে বিলম্ব হচ্ছে। এই অল্প টাকায় স্কুলের কোনো কাজ করা যায় না, বিধায় অন্য একটি প্রজেক্টের লক্ষাধিক টাকা সংযুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন কোনো বরাদ্দ এলে উত্তোলনকৃত টাকা সংযুক্ত করে স্কুল নির্মাণের কাজ করব।

ছৈলাবুনিয়া রামস্মরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ মিস্ত্রি বলেন, বছর দুয়েক আগে রাজিব মেম্বার আমাকে জানিয়েছিলেন ৫০ হাজার টাকা স্কুল সংস্কারের জন্য উত্তোলন করেছে। স্কুলে ম্যানেজিং কমিটি না থাকায় দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে জবাবদিহি করার লোক নেই। সরকারি বরাদ্দের টাকা ব্যক্তিগতভাবে দীর্ঘদিন পকেটে না রেখে স্কুলের অবকাঠামোগত সমস্যায় ব্যয় করা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে দৈহারী ইউপি চেয়ারম্যান মো. জাহারুল ইসলাম কালবেলাকে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দকৃত টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকারিয়া খান স্বপন বলেন, বিদ্যালয়ের নামে সরকারি প্রকল্পের টাকা কাউকে না জানিয়ে উত্তোলন করা অন্যায়। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, জেলা পরিষদের বরাদ্দের টাকা আমাদের ইউএনও অফিসের মাধ্যমে আসে না। টাকাটা তারা সরাসরি বরাদ্দ করে। তারপরও আমি যদি কোনো লিখিত অভিযোগ পাই বিষয়টি দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবীর সব কূপ কেন গোলাকার হয়? 

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

সব পদ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা বহিষ্কার

বুমরাহর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন চবির সহকারী প্রক্টর

প্রসাদে মাদক মিশিয়ে যুবককে যৌন নিপীড়নের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বিদেশি প্রতিষ্ঠানকে বই ছাপার সুযোগ দিলে এনসিটিবি বন্ধের হুঁশিয়ারি

১০

কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কাতরাচ্ছেন

১১

চবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের সংখ্যা দেড় শতাধিক

১২

নুরের শারীরিক অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

১৩

‘ঈশ্বরের প্রতিশোধ’ নিতে মন্দিরে চুরি করতেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি

১৪

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে এবার কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

১৫

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পূর্নাঙ্গ সূচি

১৬

প্রধান সড়কে ব্যাটারি রিকশা চললে গাড়ির ট্যাক্স দেব না : চমক

১৭

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

১৯

নুরের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটে আঘাত, বললেন খোদ উপদেষ্টা

২০
X