দিলীপ মজুমদার, কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা ব্রিজের নির্মাণকাজের ধীরগতি, ভোগান্তি চরমে

ইলিয়টগঞ্জ-বড়াইয়া কৃষ্ণপুর সড়কের রানীপুর এলাকার ব্রিজ নির্মাণকাজের ধীরগতি। ছবি : কালবেলা
ইলিয়টগঞ্জ-বড়াইয়া কৃষ্ণপুর সড়কের রানীপুর এলাকার ব্রিজ নির্মাণকাজের ধীরগতি। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় ইলিয়টগঞ্জ-বড়াইয়া কৃষ্ণপুর সড়কের রানীপুর এলাকার ব্রিজ নির্মাণকাজের ধীরগতিতে বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও গ্রামবাসীদের। এ ছাড়াও চাঁদপুর জেলার পার্শ্ববর্তী কচুয়া উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকেও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

জানা যায়, এলজিইডির আওতায় ওই সড়কের রানীপুর ব্রিজের কাজ শুরু হয় ২০২২ সালের দিকে। কাজ শুরুর পর থেকেই ঠিকাদারের গাফিলতি আর কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েন এলকাবাসী। পুরোনো ব্রিজটি ভাঙার আগে ব্যস্ততম ওই সড়ক কেটে ওই সময়ে নির্মাণাধীন ব্রিজের পাশে উপজেলা প্রশাসন, পরিষদ ও জনপ্রতিনিধির প্রচেষ্টায় একটি বিকল্প সড়ক করা হয়। ওই পথ দিয়ে ছোট বড় সকল ধরনের ভারী যানবাহন চলাচলের জন্য ইট ও সুরকি দিয়ে হেরিং বোন বন্ড করা হয়েছিল। তবে সড়ক পথ নিচু হওয়ায় বর্তমানে ওই বিকল্প সড়ক উপর দিয়ে সামান্য বৃষ্টি আর বন্যার পানি প্রবাহিত হলে যান চলাচল বিঘ্নিত হয়।

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ব্রিজের কচ্ছপগতির কাজ নিয়ে এলাকাবাসীর ভোগান্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার রয়েছে।

উপজেলার ১নং শুহিলপুর ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক বলেন, আমাদের পক্ষ থেকে তদারকির কোন অভাব নেই। গত এক সপ্তাহ যাবৎ ধরে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে এব্যাপারে জরুরিভাবে সড়কটি মেরামত করতে বলে আসছি। তবে কী কারণে মেরামত কাজ শুরু করেনি তা একমাত্র ঠিকাদার বলতে পারবেন। এমনকি উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ করে ফেলতে নির্দেশনা দিয়ে গেছেন।

এদিকে কাজের ধীরগতির বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাজমুল হুদা প্রোপার্টিজের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়ার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাজ ও বিকল্প সড়কের মেরামত কাজ করা হবে বলে জানিয়ে কল কেটে দেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম জানান, এ পর্যন্ত ব্রিজের ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে আর ১০ ভাগ কাজ হওয়ার বাকি রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ ও ব্রিজের কাজ সম্পন্ন করে ফেলতে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই ব্রিজের কাজ শেষ করে যানবাহন ও জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ডের গুলি

গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

রোনালদোর ‘হাজার গোল’ ছোঁয়ার ভবিষ্যদ্বাণী এআই-এর!

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

অনুমতি ছাড়াই নারীর ছবি অনলাইনে পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

যোগদান করছেন চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম

একসঙ্গে বেড়ে ওঠা, বিদেশে কাজ ও মৃত্যুর পরও পাশাপাশি দাফন

বানার নদীর স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু

হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখবে ফেসবুক, কীভাবে

১০

নর্থ সাউথের সেই শিক্ষার্থীর দোষ স্বীকার

১১

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ

১২

জাপানের এনইএফ বৃত্তি পেল বাংলাদেশের ২০ শিক্ষার্থী

১৩

সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে বিএনপির বিবৃতি

১৪

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

১৫

ঘরে এসেছে নতুন অতিথি

১৬

পুরান ঢাকায় ছুরিকাঘাতে প্রাণ গেল জবি ছাত্রদল নেতার

১৭

দীর্ঘদিন অনাদায়ী ঋণ অবলোপন, আদায়কর্মী পাবেন প্রণোদনা

১৮

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : জামায়াত নেতা শাহজাহান

১৯

যশোরে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X