রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষক নিবন্ধন পরীক্ষা

দেয়াল টপকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থীরা

গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গেট বন্ধ করে দেওয়ায় গেটের দেয়াল টপকে কেন্দ্রে প্রবেশের ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) রাজশাহী প্রমথনাথ সরকারি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে ও প্রধান ফটক পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন একাধিক পরীক্ষার্থী। এর মধ্যে একজন নারী পরীক্ষার্থীকেও দেয়াল টপকাতে দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় এ কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হয়। তবে সাড়ে ৮টায় বন্ধ করে দেওয়া হয় গেট। এ সময় ৮টা ৪০ মিনিটে গেট খোলা না পেয়ে দেওয়াল টপকে পার হন পরীক্ষার্থীরা। এক নারী পরীক্ষার্থীও দেওয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করেন।

শুক্রবার রাতে সাদিকুল হাসান নামে একজন ফেসবুকে ২৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি লিখেছেন, আজ রাজশাহীতে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সকাল ৯টায় রাজশাহী প্রমথনাথ স্কুলের দৃশ্য। ৯টায় পরীক্ষা অথচ সাড়ে ৮টায় গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উপায় না দেখে অবশেষে দেয়াল টপকে যেতে হচ্ছে। এটাই ছিল তাদের শেষ নিবন্ধন পরীক্ষা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

সরকারি প্রমথনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক দিল মাহমুদা খাতুন বলেন, ডিসি অফিস থেকেই নির্দেশনা ছিল। ম্যাজিস্ট্রেটও বসে ছিলেন। তিনিও নির্দেশনা দিলেন সাড়ে ৮টার পরে গেট বন্ধ করে দিতে হবে। তারপরও ৮টা ৪০ মিনিট পর্যন্ত আমরা গেট খোলা রেখেছি। এরপর ম্যাজিস্ট্রেট যখন বারবার বলছেন তখন আমরা গেট বন্ধ করে দিয়েছি। যখন গেট বন্ধ করা হলো তখনই পরীক্ষার্থীরা এ কাজ করেছেন।

তিনি বলেন, আমরা আসলেই খুব মর্মাহত। ওয়েদার খারাপ ছিল। অনেকে রিকশা না পাওয়ায় হেঁটে এসেছে। আমি ডিসি অফিসে যোগযোগ করে সবাইকে ভেতরে ঢুকতে দিয়েছি। এরপর ১ ঘণ্টা বেশি সময় দিয়ে প্রায় ১৫ জনের পরীক্ষা নেওয়া হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান কালবেলাকে বলেন, আমি বিষয়টি দেখেছি। ভিডিওটাও আমাদের নজরে এসেছে। তবে স্কুল কর্তৃপক্ষের ভুল বোঝার কারণেই এমনটি ঘটেছে। আমরা পরে তাদের অতিরিক্তি সময় দিয়ে সবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

১০

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১১

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১২

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১৩

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৪

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৫

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৬

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৭

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৮

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৯

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

২০
X