রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষক নিবন্ধন পরীক্ষা

দেয়াল টপকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থীরা

গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গেট বন্ধ করে দেওয়ায় গেটের দেয়াল টপকে কেন্দ্রে প্রবেশের ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) রাজশাহী প্রমথনাথ সরকারি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে ও প্রধান ফটক পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন একাধিক পরীক্ষার্থী। এর মধ্যে একজন নারী পরীক্ষার্থীকেও দেয়াল টপকাতে দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় এ কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হয়। তবে সাড়ে ৮টায় বন্ধ করে দেওয়া হয় গেট। এ সময় ৮টা ৪০ মিনিটে গেট খোলা না পেয়ে দেওয়াল টপকে পার হন পরীক্ষার্থীরা। এক নারী পরীক্ষার্থীও দেওয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করেন।

শুক্রবার রাতে সাদিকুল হাসান নামে একজন ফেসবুকে ২৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি লিখেছেন, আজ রাজশাহীতে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সকাল ৯টায় রাজশাহী প্রমথনাথ স্কুলের দৃশ্য। ৯টায় পরীক্ষা অথচ সাড়ে ৮টায় গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উপায় না দেখে অবশেষে দেয়াল টপকে যেতে হচ্ছে। এটাই ছিল তাদের শেষ নিবন্ধন পরীক্ষা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

সরকারি প্রমথনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক দিল মাহমুদা খাতুন বলেন, ডিসি অফিস থেকেই নির্দেশনা ছিল। ম্যাজিস্ট্রেটও বসে ছিলেন। তিনিও নির্দেশনা দিলেন সাড়ে ৮টার পরে গেট বন্ধ করে দিতে হবে। তারপরও ৮টা ৪০ মিনিট পর্যন্ত আমরা গেট খোলা রেখেছি। এরপর ম্যাজিস্ট্রেট যখন বারবার বলছেন তখন আমরা গেট বন্ধ করে দিয়েছি। যখন গেট বন্ধ করা হলো তখনই পরীক্ষার্থীরা এ কাজ করেছেন।

তিনি বলেন, আমরা আসলেই খুব মর্মাহত। ওয়েদার খারাপ ছিল। অনেকে রিকশা না পাওয়ায় হেঁটে এসেছে। আমি ডিসি অফিসে যোগযোগ করে সবাইকে ভেতরে ঢুকতে দিয়েছি। এরপর ১ ঘণ্টা বেশি সময় দিয়ে প্রায় ১৫ জনের পরীক্ষা নেওয়া হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান কালবেলাকে বলেন, আমি বিষয়টি দেখেছি। ভিডিওটাও আমাদের নজরে এসেছে। তবে স্কুল কর্তৃপক্ষের ভুল বোঝার কারণেই এমনটি ঘটেছে। আমরা পরে তাদের অতিরিক্তি সময় দিয়ে সবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ফের বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার 

আজ প্রথম প্রেম মনে করার দিন

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

টানা ৫ দিন বৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

১০

বাকৃবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

১১

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

১৩

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

১৪

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

১৫

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

১৬

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

১৭

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

১৮

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

১৯

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

২০
X