ঝিনাইদহের মহেশপুর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১২টি সোনার বারসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো.আজিজুস শহীদ।
বুধবার (১৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বিজিবি।
আটকরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কাম্পিলের ছেলে তপু পাল, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী ও একই উপজেলার সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক।
জানা যায়, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি চৌকশ টহলদল মহেশপুর-জীবননগর মহাসড়কে ফতেপুর শিশুতলা নামক স্থানে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। পরে বাস থেকে সন্দেহভাজন ৩ জনকে নামিয়ে তাদের শরীর তল্লাশি করলে কোমরে সুকৌশলে লুকানো প্রত্যেকের কাছ থেকে ৪টি করে সর্বমোট ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ১৪.৫৯ গ্রাম এবং মূল্য ৪,৮৫,৮১,০৫৪/- (চার কোটি পঁচাশি লাখ একাশি হাজার চুয়ান্ন) টাকা।
সোনার বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজ জিম্মায় রাখায় আটক আসামিদের মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৫৮ বিজিবির পরিচালক মো. আজিজুস শহীদ।
মন্তব্য করুন