লক্ষ্মীপুরে মাদক বিক্রি করতে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বিবি আয়েশা লিপি ও সাজ্জাদুর রহমান পিয়াল। তারা দুজন সম্পর্কে দেবর-ভাবি।
বুধবার (১৭ জুলাই) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বড়বল্লভপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেপ্তার লিপি নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের আশিকুর রহমান পিয়াসের স্ত্রী ও পিয়াল একই এলাকার হেলাল উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, লিপি ও পিয়াল ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন