সিলেটের বন্দরবাজারে ছাত্রদল ও পুলিশ মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বন্দরবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ।
জানা যায়, ছাত্রদলের মিছিল থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। আধাঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়ার পর পুলিশের ধাওয়ায় ছাত্রদল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বন্দর ও জিন্দাবাজারের ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন কালবেলাকে বলেন, ছাত্রদলের মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছি।
মন্তব্য করুন