বরগুনায় দেশের সম্পদ নষ্টকারী ও তাদের উসকানিদাতাদের চিহ্নিত করে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে নাশকতার শঙ্কায় ৩৮ জন ও পুলিশ বাদী হয়ে করা এক মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জেলার ৬টি উপজেলার সব থানায় যোগাযোগ করে জানা গেছে, দেশে কারফিউ জারির পর থেকেই নাশকতার আশঙ্কায় গ্রেপ্তার হওয়া সবাই পূর্বের নাশকতা মামলার আসামি।
এ ছাড়াও নাশকতা সৃষ্টির উদ্দেশে একত্রিত হওয়ার অভিযোগে জেলার বামনা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ মামলায় সাইমুল ও জাফর নামের দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বামনা থানার ওসি তুষার কুমার মণ্ডল কালবেলাকে বলেন, মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রামে নাশকতা সৃষ্টির উদ্দেশে জামায়াতের কিছু নেতাকর্মী একত্রিত হচ্ছিল। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় সাইমুল ও জাফরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
বরগুনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা কালবেলাকে বলেন, দেশের সম্পদ নষ্টকারী ও নাশকতার আশঙ্কায় বরগুনা জেলার ৬টি উপজেলায় ৩৮ জন ও বামনা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরও দুজনসহ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪০ জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের সম্পদ নষ্টকারী বাকি দুর্বৃত্ত ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
মন্তব্য করুন