আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:১০ এএম
অনলাইন সংস্করণ

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা
চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা

কারফিউ শিথিল হলেই পর্যটকের ভিড় বাড়ে চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে। চট্টগ্রাম নগরীর কাছে হওয়ায় পর্যটকদের ভিড় বরাবরই চোখে পড়ার মতো। বঙ্গবন্ধু টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর ঘিরে পারকি সমুদ্র সৈকত। ঝাউগাছ আর বালু চরে দৌঁড়ানো ও সৈকতের পানিতে গোসল করে পর্যটকরা তাদের তৃপ্তি মেটায়। তবে দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সৈকতে পর্যটকদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে সৈকত ঘুরে দেখা গেছে, তরুণরা দলবেঁধে ফুটবল খেলছে, শিশুরা খেলা করছে বালিয়াড়িতে, অনেকে সৈকতের পানিতে নেমে আনন্দে মেতে উঠেছে।

জানা গেছে, আনোয়ারা উপকূলকে রক্ষা করার জন্য বনবিভাগ ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে পর্যায়ক্রমে প্রায় ৮০ হেক্টর জায়গায় ঝাউগাছ লাগায় পারকি ও আশপাশের এলাকায়। গাছগুলো বড় হতে থাকলে আস্তে আস্তে করে স্থানীয়দের কাছে এটি ঝাউবাগান বলে পরিচিতি পেতে শুরু করে। আর্কিটেকচারাল পদ্ধতিতে লাগানো এ গাছ বড় হয়ে উঠলে পরে পারকি পর্যটন এলাকা হিসাবে রূপ লাভ করে। বর্তমানে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে এ সৈকত। পারকির ঝাউবনে বসে একসঙ্গে বহিঃনোঙরের জাহাজ সারির আসা যাওয়া ও সৈকতের লাল কাঁকড়ার নাচ উপভোগ করা যায়। সৈকতের পাশেই গড়ে উঠছে আধুনিক পর্যটন কমপ্লেক্স। এতে থাকছে আকর্ষণীয় রিসোর্ট, আবাসিক হোটেল, বিনোদন কেন্দ্র ও পুলিশ ফাঁড়িসহ নানা সুযোগ সুবিধা।

এ ছাড়া কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল পারকির আকর্ষণ বাড়িয়েছে বহুগুণ। সৈকতের কোল জোড়ে গড়ে উঠেছে ট্যানেল সার্ভিস এরিয়া নামে আধুনিক ভবন ও বিনোধন কেন্দ্র। এতে সুইমিংপুল, মসজিদ, মন্দির, ভিআইপি হোটেল, মিলনায়তন ও বিনোদনকেন্দ্রসহ অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে।

শহর থেকে বেড়াতে আসা প্রিয়ংকা চক্রবর্তী বলেন, কারফিউর কারণে এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হতে পারিনি। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল হওয়ায় পরিবারের সঙ্গে ছুটে এসেছি পারকিতে।

বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সরকার পারকি সৈকতের উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিশ দরকার। এ ছাড়া সাগরের ভাঙন থেকে ঝাউগাছ রক্ষায় ব্যবস্থা না নিলে সৈকতের সৌন্দর্য্য বিলিন হয়ে যাবে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, পারকি সৈকতের পর্যটকদের নিরাপত্তায় বন্দর পুলিশ ফাঁড়ি রয়েছে, এছাড়াও বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত পুলিশ দায়িত্বে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে হেলপার নিহত

গাইবান্ধায় আ.লীগ কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, নিয়ে গেল গ্রিল-রড

৫০০ টাকার জন্য দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমার বিষয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ঢাকার বাতাসও আজও ‘অস্বাস্থ্যকর’ 

মাকে ভালোবাসি বলার দিন আজ 

ইইউর পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ

চট্টগ্রামে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১০

দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কা, চালক নিহত

১১

আশা জাগিয়ে অল্প সময়েই ভেঙে পড়ল যুদ্ধবিরতি!

১২

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট বুধবার

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

ব্রহ্মপুত্র ন‌দে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই

১৫

১১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ জওয়ান নিহত

১৭

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

১১ মে : আজকের নামাজের সময়সূচি

১৯

ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধবিরতির সর্বশেষ খবর

২০
X