আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:১০ এএম
অনলাইন সংস্করণ

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা
চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা

কারফিউ শিথিল হলেই পর্যটকের ভিড় বাড়ে চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে। চট্টগ্রাম নগরীর কাছে হওয়ায় পর্যটকদের ভিড় বরাবরই চোখে পড়ার মতো। বঙ্গবন্ধু টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর ঘিরে পারকি সমুদ্র সৈকত। ঝাউগাছ আর বালু চরে দৌঁড়ানো ও সৈকতের পানিতে গোসল করে পর্যটকরা তাদের তৃপ্তি মেটায়। তবে দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সৈকতে পর্যটকদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে সৈকত ঘুরে দেখা গেছে, তরুণরা দলবেঁধে ফুটবল খেলছে, শিশুরা খেলা করছে বালিয়াড়িতে, অনেকে সৈকতের পানিতে নেমে আনন্দে মেতে উঠেছে।

জানা গেছে, আনোয়ারা উপকূলকে রক্ষা করার জন্য বনবিভাগ ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে পর্যায়ক্রমে প্রায় ৮০ হেক্টর জায়গায় ঝাউগাছ লাগায় পারকি ও আশপাশের এলাকায়। গাছগুলো বড় হতে থাকলে আস্তে আস্তে করে স্থানীয়দের কাছে এটি ঝাউবাগান বলে পরিচিতি পেতে শুরু করে। আর্কিটেকচারাল পদ্ধতিতে লাগানো এ গাছ বড় হয়ে উঠলে পরে পারকি পর্যটন এলাকা হিসাবে রূপ লাভ করে। বর্তমানে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে এ সৈকত। পারকির ঝাউবনে বসে একসঙ্গে বহিঃনোঙরের জাহাজ সারির আসা যাওয়া ও সৈকতের লাল কাঁকড়ার নাচ উপভোগ করা যায়। সৈকতের পাশেই গড়ে উঠছে আধুনিক পর্যটন কমপ্লেক্স। এতে থাকছে আকর্ষণীয় রিসোর্ট, আবাসিক হোটেল, বিনোদন কেন্দ্র ও পুলিশ ফাঁড়িসহ নানা সুযোগ সুবিধা।

এ ছাড়া কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল পারকির আকর্ষণ বাড়িয়েছে বহুগুণ। সৈকতের কোল জোড়ে গড়ে উঠেছে ট্যানেল সার্ভিস এরিয়া নামে আধুনিক ভবন ও বিনোধন কেন্দ্র। এতে সুইমিংপুল, মসজিদ, মন্দির, ভিআইপি হোটেল, মিলনায়তন ও বিনোদনকেন্দ্রসহ অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে।

শহর থেকে বেড়াতে আসা প্রিয়ংকা চক্রবর্তী বলেন, কারফিউর কারণে এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হতে পারিনি। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল হওয়ায় পরিবারের সঙ্গে ছুটে এসেছি পারকিতে।

বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সরকার পারকি সৈকতের উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিশ দরকার। এ ছাড়া সাগরের ভাঙন থেকে ঝাউগাছ রক্ষায় ব্যবস্থা না নিলে সৈকতের সৌন্দর্য্য বিলিন হয়ে যাবে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, পারকি সৈকতের পর্যটকদের নিরাপত্তায় বন্দর পুলিশ ফাঁড়ি রয়েছে, এছাড়াও বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত পুলিশ দায়িত্বে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১০

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১১

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১২

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৪

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৫

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৬

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৭

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৮

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

১৯

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

২০
X