বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:১০ এএম
অনলাইন সংস্করণ

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা
চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা

কারফিউ শিথিল হলেই পর্যটকের ভিড় বাড়ে চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে। চট্টগ্রাম নগরীর কাছে হওয়ায় পর্যটকদের ভিড় বরাবরই চোখে পড়ার মতো। বঙ্গবন্ধু টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর ঘিরে পারকি সমুদ্র সৈকত। ঝাউগাছ আর বালু চরে দৌঁড়ানো ও সৈকতের পানিতে গোসল করে পর্যটকরা তাদের তৃপ্তি মেটায়। তবে দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সৈকতে পর্যটকদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে সৈকত ঘুরে দেখা গেছে, তরুণরা দলবেঁধে ফুটবল খেলছে, শিশুরা খেলা করছে বালিয়াড়িতে, অনেকে সৈকতের পানিতে নেমে আনন্দে মেতে উঠেছে।

জানা গেছে, আনোয়ারা উপকূলকে রক্ষা করার জন্য বনবিভাগ ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে পর্যায়ক্রমে প্রায় ৮০ হেক্টর জায়গায় ঝাউগাছ লাগায় পারকি ও আশপাশের এলাকায়। গাছগুলো বড় হতে থাকলে আস্তে আস্তে করে স্থানীয়দের কাছে এটি ঝাউবাগান বলে পরিচিতি পেতে শুরু করে। আর্কিটেকচারাল পদ্ধতিতে লাগানো এ গাছ বড় হয়ে উঠলে পরে পারকি পর্যটন এলাকা হিসাবে রূপ লাভ করে। বর্তমানে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে এ সৈকত। পারকির ঝাউবনে বসে একসঙ্গে বহিঃনোঙরের জাহাজ সারির আসা যাওয়া ও সৈকতের লাল কাঁকড়ার নাচ উপভোগ করা যায়। সৈকতের পাশেই গড়ে উঠছে আধুনিক পর্যটন কমপ্লেক্স। এতে থাকছে আকর্ষণীয় রিসোর্ট, আবাসিক হোটেল, বিনোদন কেন্দ্র ও পুলিশ ফাঁড়িসহ নানা সুযোগ সুবিধা।

এ ছাড়া কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল পারকির আকর্ষণ বাড়িয়েছে বহুগুণ। সৈকতের কোল জোড়ে গড়ে উঠেছে ট্যানেল সার্ভিস এরিয়া নামে আধুনিক ভবন ও বিনোধন কেন্দ্র। এতে সুইমিংপুল, মসজিদ, মন্দির, ভিআইপি হোটেল, মিলনায়তন ও বিনোদনকেন্দ্রসহ অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে।

শহর থেকে বেড়াতে আসা প্রিয়ংকা চক্রবর্তী বলেন, কারফিউর কারণে এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হতে পারিনি। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল হওয়ায় পরিবারের সঙ্গে ছুটে এসেছি পারকিতে।

বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সরকার পারকি সৈকতের উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিশ দরকার। এ ছাড়া সাগরের ভাঙন থেকে ঝাউগাছ রক্ষায় ব্যবস্থা না নিলে সৈকতের সৌন্দর্য্য বিলিন হয়ে যাবে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, পারকি সৈকতের পর্যটকদের নিরাপত্তায় বন্দর পুলিশ ফাঁড়ি রয়েছে, এছাড়াও বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত পুলিশ দায়িত্বে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১০

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১১

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১২

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৪

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৬

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৭

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৮

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৯

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

২০
X