কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট : ১১ মে ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েল হামলা তীব্র করেছে। ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

তথ্য অনুযায়ী, শনিবার (১০ মে) সন্ধ্যায় দেইর আল-বালাহ’র কেন্দ্রীয় গাজা উপত্যকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

সকালে গাজা শহরের সাবরা পাড়ায় হামলায় ত্লাইব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। পরিবারের সদস্য ওমর আবু আল-কাস এএফপি সংবাদ সংস্থাকে বলেন, তিন শিশু, তাদের মা এবং তার স্বামী তাঁবুতে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি দখলদার বিমান তাদের ওপর আচমকা বোমা ফেলে।

শিশুদের নানা বলে পরিচয় দেওয়া আবু আল-কাস বলেন, কোনো সতর্কতা ছাড়াই এ হামলা হয়েছে। নিহতরা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন।

একই সঙ্গে, গাজা শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় ছয়জন নিহত এবং শেখ রাদওয়ান এলাকায় আরও একজন নিহত হয়েছেন। সেখানে ইসরায়েল জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলা চালায়।

দক্ষিণে ইসরায়েলি যুদ্ধজাহাজ রাফাহ’র উপকূলে ভারী গোলাবর্ষণ করে। এতে মোহাম্মদ সাঈদ আল-বারদাওয়িল নামে একজন নিহত হন। রাফাহ’র পশ্চিমে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে হামলায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এ ছাড়া গাজার অন্যান্য এলাকায় বিমান হামলা হয়েছে। তবে সেখানে উদ্ধারকারীরা পৌঁছতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশদের নাকানিচুবানি দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল ১৯ হাজার পিস ইয়াবা

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১০

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১১

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১২

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

১৩

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

১৪

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

১৫

গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

১৬

ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক!

১৭

এডাস্ট এসডিআই ও সোল গেটওয়ে করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

১৮

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

১৯

প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ : নুর 

২০
X