ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

পোড়া ট্রেন দেখে স্থানীয়দের চোখে পানি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের আগুনে পোড়া ট্রেন। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের আগুনে পোড়া ট্রেন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে রাখা হয়েছে কোটা আন্দোলনের সময় অগ্নিসংযোগের শিকার আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি। বগিগুলো বিক্ষুদ্ধদের দেওয়া আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই।

গত ১৯ জুলাই নরসিংদীর খানাবাড়ি এলাকায় পুড়িয়ে দেওয়া হয় আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি। মেরামতের জন্য এসব বগি চট্টগ্রামের পাহাড়তলিতে পাঠানো হবে। পুড়ে যাওয়া বগি দেখতে মানুষ জংশনে যাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত বগিগুলো দেখতে গিয়েছিলেন মো. মনির খান। তিনি বলেন, এমন দৃশ্য দেখে চোখ দিয়ে পানি চলে আসে। সহ্য করার মতো না। এসব রাষ্ট্রীয় সম্পদ জনগণের। এখন মেরামত করতে হবে আমাদের টাকায়। এত বড় ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ট্রেন আগুনে পুড়িয়ে দেওয়াসহ সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের নিন্দা জানাই।

দীপক কুমার ঘোষ নামে এক ব্যক্তি বলেন, এ ধরনের দুর্বৃত্তপনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাই।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, আন্দোলনের শুরুর দিকে আখাউড়াতে প্রথমে পর্যটক এক্সপ্রেস ও তুর্নানিশিথা ট্রেন আটকা পড়ে। এসব ট্রেন যাত্রীবিহীন অবস্থায় সরিয়ে নেওয়া হয়। অনির্দিষ্টকালের কারফিউ চলাকালে আটকা পড়ে আন্তঃনগর পারাবাত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস। এসব ট্রেনের যাত্রীরা তিন-চারদিন নাগাদ আখাউড়ায় আটকা ছিলেন। দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস এনে রাখা হয় বৃহস্পতিবার। ট্রেনটি শুক্রবার বিকেলে এক নম্বর প্ল্যাটফরম থেকে সরিয়ে শেড এলাকায় নিয়ে যাওয়া হয়। পুড়ে যাওয়া ট্রেন দাঁড়িয়ে থাকার খবরে অনেকেই ছুটে আসেন। তবে স্টেশনে এখনো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকায় সবাই সহজেই স্টেশনে প্রবেশ কিংবা ট্রেন দেখতে যেতে পারেনি।

স্টেশন এলাকায় দায়িত্বে থাকা কর্মচারী (ট্রেন গণনাকারী) মো. জাকির হোসেন জানান, গত দুদিন ধরে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এনে রাখা হয়েছে। নির্দেশনা পেলে ক্ষতিগ্রস্ত বগি চট্টগ্রামের পাহাড়তলিতে নিয়ে যাওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

১০

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

১১

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

১২

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

১৩

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

১৪

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১৫

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১৬

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১৭

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৮

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৯

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

২০
X