রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকার একটি চাটাই হাউজ থেকে এ মরদের উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই যুবকের বয়স প্রায় ৩৫ বছর। ঘটনাস্থল থেকে মাছপাড়া ইউনিয়ন পরিষদ ও মাছপাড়া বাজারের দূরত্ব ৮০-৯০ মিটার।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে বকুল চাটাই হাউজের একটি ঘরে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদের উদ্ধার করে।
এ বিষয়ে বকুল চাটাই হাউজের স্বত্বাধিকারী মো. বকুল মোল্লা বলেন, আমার ঘরটি খোলামেলা। চারপাশে কোনো বেড়া নেই। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাড়ি চলে যাই। সকালে সংবাদ পাই আমার ঘরে আড়ার সঙ্গে এক ব্যক্তি মৃত অবস্থায় ঝুলে আছে। পরে ঘটনাস্থলে আসি। এর আগে এই ব্যক্তিকে কখনো দেখিনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃতদেহের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) শাহিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন