বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন চলাচল বন্ধে বিপাকে বগুড়া অঞ্চলের হাজারও মানুষ

বগুড়া রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা
বগুড়া রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বগুড়ায় ১০ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ অঞ্চলের হাজারো মানুষ বিপাকে পড়েছেন। ট্রেন বন্ধ থাকায় কম দূরত্বের রাস্তা অনেক ঘুরে বগুড়া শহরে আসতে হচ্ছে, তাও আবার বাড়তি টাকা খরচ করে। আর এসব মানষ প্রতিদিনই স্টেশনে খোঁজখবর নিচ্ছেন কবে তাদের ট্রেন চালু হবে কিন্তু রেল কর্তৃপক্ষ তাদেরকে কোনো সুখবর দিতে পারছে না।

গত ২০ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টানা ১০ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাতায়াতকারী বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নিম্ন আয়ের মানুষ বিপদে পড়েছে। যাদের একমাত্র বা প্রধানতম বাহন ট্রেন। এদিকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, হকারদের চিরচেনা স্টেশনে এখন চলছে সুনসান নীরবতা।

জানা গেছে, বগুড়া স্টেশন থেকে সান্তাহার এবং বোনারপাড়ায় প্রতিদিন ৬টি লোকাল ট্রেন যাতায়াত করে। এসব ট্রেনে প্রায় এক হাজার যাত্রী যাতায়াত করে। এসব ট্রেনে বোনারপাড়া, মহিমাগঞ্জ, সোনাতলা, সুখানপুকুর থেকে প্রচুর পরিমাণ কলা দুধ, কাঁচা সবজি, নানা ধরনের শাক বগুড়া শহরে আসে। ট্রেন চলাচল বন্ধ থাকায় এসব পণ্য শহরে আনতে তাদের খরচ বেড়ে যাচ্ছে। এই রুটে প্রতিদিন আট জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চারটি আন্তঃনগর ট্রেন রয়েছে।

বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, বগুড়া থেকে পদ্মরাগ মেইল ট্রেন সকাল ৬টায় বগুড়া হয়ে বোনারপাড়ার দিকে যায় আবার ওই ট্রেনই সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে সান্তাহারের উদ্দেশে যায়।

বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৮টায় কলেজ ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যায়। সান্তাহার থেকে ওই ট্রেনই রাত ৮টায় ছেড়ে বগুড়ায় স্টেশনে রাত ৯টায় পৌঁছে বোনারপাড়ার উদ্দেশে যায়। টোয়েন্টি ডাউন ট্রেন বেলা ১১টায় বগুড়া স্টেশনে পৌঁছে সান্তাহারের উদ্দেশে যায়। সান্তাহার থেকে ওই ট্রেন বিকেল সোয়া তিনটায় ছেড়ে বিকেল সাড়ে ৪টায় বগুড়া স্টেশনে পৌঁছে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।

সাজেদুর রহমান আরও জানান, সিএনজি বা বাসের তুলনায় ট্রেনের খরচ অনেক কম বলে অনেকেই ট্রেনে যাতায়াত করেন। এ ছাড়া যাদের বাড়ি স্টেশন সংলগ্ন তারাও ট্রেন যাতায়াতকেই বেছে নেন। বগুড়া থেকে সান্তাহারে যেতে লোকাল ট্রেনের ভাড়া ১২ টাকা এবং মেইল ট্রেনের ভাড়া ২০ টাকা পড়ে।

অপরদিকে বোনারপাড়া যেতে লোকাল ট্রেনের ভাড়া ১৩ টাকা এবং মেইল ট্রেনের ভাড়া ২৫ টাকা পড়ে। প্রতিদিন বগুড়া স্টেশন থেকে এক হাজার যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন বলেও বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

১০

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

১১

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

১২

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৩

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

১৪

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

১৫

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

১৬

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

১৭

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

১৮

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

১৯

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

২০
X