বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন চলাচল বন্ধে বিপাকে বগুড়া অঞ্চলের হাজারও মানুষ

বগুড়া রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা
বগুড়া রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বগুড়ায় ১০ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ অঞ্চলের হাজারো মানুষ বিপাকে পড়েছেন। ট্রেন বন্ধ থাকায় কম দূরত্বের রাস্তা অনেক ঘুরে বগুড়া শহরে আসতে হচ্ছে, তাও আবার বাড়তি টাকা খরচ করে। আর এসব মানষ প্রতিদিনই স্টেশনে খোঁজখবর নিচ্ছেন কবে তাদের ট্রেন চালু হবে কিন্তু রেল কর্তৃপক্ষ তাদেরকে কোনো সুখবর দিতে পারছে না।

গত ২০ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টানা ১০ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাতায়াতকারী বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নিম্ন আয়ের মানুষ বিপদে পড়েছে। যাদের একমাত্র বা প্রধানতম বাহন ট্রেন। এদিকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, হকারদের চিরচেনা স্টেশনে এখন চলছে সুনসান নীরবতা।

জানা গেছে, বগুড়া স্টেশন থেকে সান্তাহার এবং বোনারপাড়ায় প্রতিদিন ৬টি লোকাল ট্রেন যাতায়াত করে। এসব ট্রেনে প্রায় এক হাজার যাত্রী যাতায়াত করে। এসব ট্রেনে বোনারপাড়া, মহিমাগঞ্জ, সোনাতলা, সুখানপুকুর থেকে প্রচুর পরিমাণ কলা দুধ, কাঁচা সবজি, নানা ধরনের শাক বগুড়া শহরে আসে। ট্রেন চলাচল বন্ধ থাকায় এসব পণ্য শহরে আনতে তাদের খরচ বেড়ে যাচ্ছে। এই রুটে প্রতিদিন আট জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চারটি আন্তঃনগর ট্রেন রয়েছে।

বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, বগুড়া থেকে পদ্মরাগ মেইল ট্রেন সকাল ৬টায় বগুড়া হয়ে বোনারপাড়ার দিকে যায় আবার ওই ট্রেনই সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে সান্তাহারের উদ্দেশে যায়।

বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৮টায় কলেজ ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যায়। সান্তাহার থেকে ওই ট্রেনই রাত ৮টায় ছেড়ে বগুড়ায় স্টেশনে রাত ৯টায় পৌঁছে বোনারপাড়ার উদ্দেশে যায়। টোয়েন্টি ডাউন ট্রেন বেলা ১১টায় বগুড়া স্টেশনে পৌঁছে সান্তাহারের উদ্দেশে যায়। সান্তাহার থেকে ওই ট্রেন বিকেল সোয়া তিনটায় ছেড়ে বিকেল সাড়ে ৪টায় বগুড়া স্টেশনে পৌঁছে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।

সাজেদুর রহমান আরও জানান, সিএনজি বা বাসের তুলনায় ট্রেনের খরচ অনেক কম বলে অনেকেই ট্রেনে যাতায়াত করেন। এ ছাড়া যাদের বাড়ি স্টেশন সংলগ্ন তারাও ট্রেন যাতায়াতকেই বেছে নেন। বগুড়া থেকে সান্তাহারে যেতে লোকাল ট্রেনের ভাড়া ১২ টাকা এবং মেইল ট্রেনের ভাড়া ২০ টাকা পড়ে।

অপরদিকে বোনারপাড়া যেতে লোকাল ট্রেনের ভাড়া ১৩ টাকা এবং মেইল ট্রেনের ভাড়া ২৫ টাকা পড়ে। প্রতিদিন বগুড়া স্টেশন থেকে এক হাজার যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন বলেও বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী টানেলে ফের ৩ দিনের ট্র্যাফিক ডাইভারশন

তিন দলের সঙ্গে জামায়াতের বৈঠক

তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি : তেনজিং 

গাজার দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বললেন হাল্ক

‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল’

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে : মেয়র শাহাদাত

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু অক্টোবরে

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির নিন্দা

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার ৫২ শিক্ষার্থী

৬২৯ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা

১০

বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে ছোট বোন

১১

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুরুর সময় পরিবর্তন

১২

‘ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু

১৩

লন্ডন থেকে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১৪

অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ১২ দলীয় জোট

১৫

শিশুকে ‘ধর্ষণের পর হত্যা’ সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহ

১৬

দুই দফা দাবিতে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর 

১৭

সাতক্ষীরায় যুবদল নেতা বহিষ্কার

১৮

শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা উত্তর সিটি

১৯

চট্টগ্রামে হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করবে চসিক

২০
X