ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারীর বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চলমান নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে একজন আবেদনকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে অনিয়মের মধ্যে রয়েছে সব শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করা, স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া, নির্ধারিত বয়স পেরিয়ে গেছে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার চেষ্টা, সরকারি ছুটির মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া, পূর্বের আবেদনকারীদের সুযোগ না দেওয়া, বহুল প্রচারিত নয় এমন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া ও তা গোপন রাখা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিযোগ আছে, বিপুল পরিমাণ অর্থ ও পেশি শক্তির জোরে সহকারী শিক্ষক আব্দুস ছালাম মিঞাকে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়াসহ পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী পদে পূর্ব নির্ধারিত ব্যক্তিদের নিয়োগ দানের পাঁয়তারা করছে একটি স্বার্থান্বেষী মহল।

বিদ্যালয়টির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম বলেন, বিধি মোতাবেক নিয়োগ সম্পন্ন করতে আমার করার কথা, অথচ এ বিষয়ে কিছু জানি না।

আব্দুস ছালাম মিঞা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ, বিজ্ঞপ্তি প্রকাশ, দায়িত্ব হস্তান্তর ও পুনরায় দায়িত্ব গ্রহণ এবং নিয়োগ দানের সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা ঠিক নয়।

ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী খান বলেন, প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা আছে এমন ব্যক্তিরা দূরত্বের কারণে এই বিদ্যালয়ে আসতে চান না। তাই ওই পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। নৈশপ্রহরী পদে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি করা হয়নি। সব নিয়ম মেনেই করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন, নিয়োগ সম্পন্ন করতে বিদ্যালয়ের পক্ষ থেকে ডিজির প্রতিনিধি চাওয়া হলে তা দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে একজন প্রার্থী অভিযোগ করেছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ বলেন, আভিযোগ খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন চবির সহকারী প্রক্টর

প্রসাদে মাদক মিশিয়ে যুবককে যৌন নিপীড়নের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বিদেশি প্রতিষ্ঠানকে বই ছাপার সুযোগ দিলে এনসিটিবি বন্ধের হুঁশিয়ারি

কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কাতরাচ্ছেন

চবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের সংখ্যা দেড় শতাধিক

নুরের শারীরিক অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

‘ঈশ্বরের প্রতিশোধ’ নিতে মন্দিরে চুরি করতেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি

১০

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে এবার কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

১১

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পূর্নাঙ্গ সূচি

১২

প্রধান সড়কে ব্যাটারি রিকশা চললে গাড়ির ট্যাক্স দেব না : চমক

১৩

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

১৫

নুরের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটে আঘাত, বললেন খোদ উপদেষ্টা

১৬

৯ তারিখে ব্যালট বিপ্লব হবে : সাদিক কায়েম

১৭

আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে : সাদিক কায়েম

১৮

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সানাউল্লাহ

১৯

ভোরবেলার স্বপ্ন কি আসলেই সত্য হয়?

২০
X