বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শোকে পাথর নিহত সিয়ামের পালক মা-বাবা

নিহত সিয়াম। ছবি : সংগৃহীত
নিহত সিয়াম। ছবি : সংগৃহীত

শোকে পাথর হয়ে আছেন সিয়াম শুভর পালক মা শাপলা খাতুন ও বাবা রিকশাচালক আশিক উদ্দিন। তাদের কান্না থামছে না। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় গুলিতে নিহত হয় সিয়াম (১৬)। ঘটনার প্রায় ১২ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সাহায্য সহযোগিতা পায়নি পরিবারটি। এমনকি খোঁজও নিতে আসেনি কেউ।

বগুড়া শহরের কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা তরুণ সিয়াম। ভাঙারি মালামাল কুড়িয়ে বাবা-মাকে সাহায্য করতো। সারাদিন ভাঙারির জিনিসপত্র কুড়িয়ে সন্ধ্যায় বিক্রি করে যে টাকা আয় হয় তা তুলে দিত বাবা-মায়ের হাতে। নিজের বাবা-মা কেউ নেই। পালক বাবা-মার আশ্রয়েই মানুষ সে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই শহরের বিভিন্ন অলিগলি ও ময়লার ভাগাড়ে ভাঙারি মালামাল কুড়িয়ে বিকেলে বাড়ি ফেরে সিয়াম। মাকে ভাত দিতে বলে ঘরের বাইরে যায় সে।

সে সময় শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় পুলিশের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। সেখানে সন্ধ্যা ৬টার দিকে শরীরে ছররা গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম। এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৭ বছর বয়সে বাবা-মা হারা শিশু সিয়াম ঠাঁই পেয়েছিল শাপলার কোলে। জন্ম না দিলেও ওই দম্পতি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন।

তাদের সংসারে তিন ছেলে দুই মেয়ে। এর মধ্যে সিয়াম পালিত ছেলে। সাত বছর বয়সে স্টেশন থেকে নিয়ে এসে লালনপালন করেন তারা। তাদের আরেক ছেলে শাওন (১৪), মেয়ে ছোয়া (১২), ছড়া (৬) ও ৪ বছরের শিশু শিশিরকে নিয়ে তাদের সংসার।

পালক মা শাপলা খাতুন জানান, মাত্র সাত বছর বয়সে সিয়াম তার জন্মদাতা বাবা-মা হারায়। একদিন সে শহরের সাতমাথা এলাকায় একা বসে কান্নাকাটি করছিল। সেখানে শাপলা খাতুনকে দেখে সিয়াম শাড়ির আঁচল টেনে ধরে মা ডেকেছিল। তখন মায়ের মমতায় সিয়ামকে কোলে তুলে বাড়িতে এনে নিজের সন্তানের মতো লালন-পালন করতে থাকেন। সংসারে অভাবের কারণে তাকে স্কুলে পাঠাতে পারেননি। তারা গরিব অসহায় বলে সরকার বা জনপ্রতিনিধিরা কেউ খোঁজ নেয়নি।

এলাকার বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, আমাদের চোখের সামনেই বেড়ে উঠেছে ছেলেটি। কিন্ত বাবা-মা হারা এতিম ছেলেটা এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা কোনো দিন ভাবতেই পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

এবার ধানমন্ডিতে আগুন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

১০

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

১১

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

১২

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

১৩

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

১৪

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

১৫

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

১৬

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

১৭

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

১৮

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

১৯

আসলেই কি নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরি হয়েছিল?

২০
X