বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শোকে পাথর নিহত সিয়ামের পালক মা-বাবা

নিহত সিয়াম। ছবি : সংগৃহীত
নিহত সিয়াম। ছবি : সংগৃহীত

শোকে পাথর হয়ে আছেন সিয়াম শুভর পালক মা শাপলা খাতুন ও বাবা রিকশাচালক আশিক উদ্দিন। তাদের কান্না থামছে না। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় গুলিতে নিহত হয় সিয়াম (১৬)। ঘটনার প্রায় ১২ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সাহায্য সহযোগিতা পায়নি পরিবারটি। এমনকি খোঁজও নিতে আসেনি কেউ।

বগুড়া শহরের কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা তরুণ সিয়াম। ভাঙারি মালামাল কুড়িয়ে বাবা-মাকে সাহায্য করতো। সারাদিন ভাঙারির জিনিসপত্র কুড়িয়ে সন্ধ্যায় বিক্রি করে যে টাকা আয় হয় তা তুলে দিত বাবা-মায়ের হাতে। নিজের বাবা-মা কেউ নেই। পালক বাবা-মার আশ্রয়েই মানুষ সে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই শহরের বিভিন্ন অলিগলি ও ময়লার ভাগাড়ে ভাঙারি মালামাল কুড়িয়ে বিকেলে বাড়ি ফেরে সিয়াম। মাকে ভাত দিতে বলে ঘরের বাইরে যায় সে।

সে সময় শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় পুলিশের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। সেখানে সন্ধ্যা ৬টার দিকে শরীরে ছররা গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম। এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৭ বছর বয়সে বাবা-মা হারা শিশু সিয়াম ঠাঁই পেয়েছিল শাপলার কোলে। জন্ম না দিলেও ওই দম্পতি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন।

তাদের সংসারে তিন ছেলে দুই মেয়ে। এর মধ্যে সিয়াম পালিত ছেলে। সাত বছর বয়সে স্টেশন থেকে নিয়ে এসে লালনপালন করেন তারা। তাদের আরেক ছেলে শাওন (১৪), মেয়ে ছোয়া (১২), ছড়া (৬) ও ৪ বছরের শিশু শিশিরকে নিয়ে তাদের সংসার।

পালক মা শাপলা খাতুন জানান, মাত্র সাত বছর বয়সে সিয়াম তার জন্মদাতা বাবা-মা হারায়। একদিন সে শহরের সাতমাথা এলাকায় একা বসে কান্নাকাটি করছিল। সেখানে শাপলা খাতুনকে দেখে সিয়াম শাড়ির আঁচল টেনে ধরে মা ডেকেছিল। তখন মায়ের মমতায় সিয়ামকে কোলে তুলে বাড়িতে এনে নিজের সন্তানের মতো লালন-পালন করতে থাকেন। সংসারে অভাবের কারণে তাকে স্কুলে পাঠাতে পারেননি। তারা গরিব অসহায় বলে সরকার বা জনপ্রতিনিধিরা কেউ খোঁজ নেয়নি।

এলাকার বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, আমাদের চোখের সামনেই বেড়ে উঠেছে ছেলেটি। কিন্ত বাবা-মা হারা এতিম ছেলেটা এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা কোনো দিন ভাবতেই পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

১০

পলোগ্রাউন্ডে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

১১

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

১২

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

১৪

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

ভাইয়া ডাকলে ভালো লাগবে, শিক্ষার্থীকে তারেক রহমান

১৬

আপনি অলস না পরিশ্রমী, জানিয়ে দেবে ছবিতে কী দেখছেন আগে

১৭

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

১৮

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

১৯

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

২০
X