বৃষ্টি উপেক্ষা করেই চাঁদপুর শহরে সড়ক অবরোধ করে কয়েকশ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় শিক্ষার্থীরা সরকারের পদত্যাগসহ বেশকিছু দাবি তুলে স্লোগানে স্লোগানে সড়ক মুখরিত করে তোলেন।
শনিবার (৩ আগস্ট) সকালে স্লোগানে স্লোগানে ও হাতের তালি দিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ করেন।
এর আগে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ হতে শিক্ষার্থীরা একটি মিছিলসহ শহরের বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এতে বেশকিছু মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। তবে সড়ক অবরোধ করে তাদের মিছিলের জন্য রাস্তায় চলাচলকারী ছোট ছোট যানবাহনের জটে চরম ভোগান্তি তৈরি হয়।
এদিকে বিক্ষোভে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশেদুল হক, ডিবির ওসি এনামুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন