রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তিন পুলিশ বক্সে হামলা-অগ্নিসংযোগ

ভাঙচুরকৃত একটি পুলিশ বক্সের চিত্র।
ভাঙচুরকৃত একটি পুলিশ বক্সের চিত্র।

বিক্ষোভ চলাকালে রাজশাহীতে ৩টি পুলিশ বক্সসহ সরকারি স্থাপনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩টি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। শনিবার সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (সিটিএসবি) সাইফুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বিতর্কিত’ সমন্বয়ক অর্ণবকে পিটিয়ে আহত করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ে জড়ো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে যায়। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের রাস্তায় পুলিশের এসআই সাইফুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে পুনরায় তালাইমারী মোড়ে এসে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তালাইমারী থেকে মিছিল নিয়ে ভদ্রার দিকে এগুলোতেই নর্দান মোড়ে ছাত্রলীগের একটি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর চালায়। ভদ্রা মোড় ও রাজশাহী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে থাকা আওয়ামী লীগের আরও দুটি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এরপর প্রায় ৩-৪ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে (পূর্বের বিন্দোর মোড়) এলে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালায়। এসময় পাশেই রেললাইনের ধারে অবস্থিত রেলওয়ের গার্ডরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় শিক্ষার্থীরা রাস্তায় কাঠের খড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ চলাকালে সেখানে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বিতর্কিত’ নেতা অর্ণবকে পিটিয়ে গুরুতর আহত করে। শিক্ষার্থীরা সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

সার্বিক বিষয়ে জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, পুলিশের একজন এসআইকে লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নগরীতে ৩টি পুলিশ বক্স ও সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

চোখ-মুখ ঢেকে বন্দির মতো সমুদ্রে ফেলে দেয় ভারত

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

সন্ধ্যা নামলেই পাহাড় থেকে আসছে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে 

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

জুমার খুতবা চলাকালে কথা বলা কি জায়েজ?

চাকরিজীবী থেকে বলিউড নায়িকা, যা বললেন সোহা

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ : ইসি আনোয়ারুল 

১০

আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

১১

দিনে কখন ও কয়টি কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার

১২

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আদালতে

১৩

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

১৪

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

১৫

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

১৬

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

১৭

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

১৮

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

১৯

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

২০
X