ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ সময় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের মুজিব সড়ক থেকে একদল আন্দোলনকারী এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিক থেকে আরেক দল আন্দোলনকারী বিক্ষোভ মিছিল বের করে ভাঙ্গা রাস্তার মোড়ে সমবেত হওয়ার কথা ছিল। কিন্তু মুজিব সড়কে ডিসি অফিস, প্রেস ক্লাব ও জনতা ব্যাংকের মোড়ে পুলিশের উপস্থিতি থাকায় এগোতে পারেনি তারা। এ অবস্থায় পশ্চিম খাবাসপুরে মেডিকেল কলেজের অদূরে বটতলায় সমবেত হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে ভাঙ্গা রাস্তার মোড়ের দিক থেকে একটি দল তাদের ওপর হামলা চালায় এবং মিছিলকারীদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। আন্দোলনকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ এসে বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।

আন্দোলনকারীরা বলছেন, স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সহকারে সামনে এগোনোর সময় প্রথমে আমাদের ওপর হামলা করে। এ সময় রাস্তার পাশে রাখা ইট দিয়ে প্রতিরোধ করি। এ সময় তারা পালিয়ে গেলে ভাঙ্গা রাস্তার মোড় থেকে আমাদের দিকে প্রথমে টিয়ার শেল এবং পরে রাবার বুলেট ছোড়ে। এতে সাংবাদিকসহ ২০ জনের বেশি আহত হন। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এতে দুজন গুলিবিদ্ধ হন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান কালবেলাকে বলেন, আহত হয়েছে শুনেছি। আর কত রাউন্ড গুলি বা টিয়ার শেল নিক্ষেপ হয়েছে তা এখনই বলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার

ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না

তরুণীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? গবেষণায় উদ্বেগজনক তথ্য

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির 

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

১০

মোজা পরেও পা ঠান্ডা? মারাত্মক কোনো রোগের ইঙ্গিত নাতো

১১

ইসির বৈঠকে উঠছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি : ইসি সচিব

১২

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

১৩

চোখে চাপ না দিয়ে মোবাইল বা ল্যাপটপ দেখুন সহজেই

১৪

সিলেট স্টেডিয়ামেই শেষ শ্রদ্ধা, কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত হবেন জাকি

১৫

বিএনপিতে রাশেদের যোগদান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

১৬

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভ সূচনা

১৭

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

১৮

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ রোববার

১৯

দুই বছর পর বড় পর্দায় অপু বিশ্বাস

২০
X