রংপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (০৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর পায়রা চত্বরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এর আগে বেলা ১১টার দিকে শহরজুড়ে বিক্ষোভ শুরু হয়। নগরীর বিভিন্ন এলাকায় দুপক্ষই অবস্থান নেয়।
সরেজমিনে দেখা যায়, বিচ্ছিন্নভাবে দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে, রংপুরের বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ পীরগাছাসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, আমিও বিভিন্নভাবে শুনেছি দুজনের মৃত্যুর খবর। তবে নিশ্চিত হতে পারছি না।
মন্তব্য করুন