কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আমুর বাড়ি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ও টাকা উদ্ধার

আমির হোসেন আমুর বাড়ি থেকে আংশিক পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা
আমির হোসেন আমুর বাড়ি থেকে আংশিক পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর ঝালকাঠি রোনালস রোডের বাসভবন থেকে লাগেজ ভর্তি অক্ষত পাঁচ কোটি এবং আরও কয়েকটি লাগেজভর্তি আংশিক পোড়া কয়েক কোটি টাকা, ডলার ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিক ঝালকাঠি শহরের রোনালস রোডে আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে লাগেজ ভর্তি টাকা উদ্ধার করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কয়েক হাজার মানুষ মিছিল করে আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে তিনতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু রাত আনুমানিক বারোটার দিকে ওই ভবনের তৃতীয় তলায় স্থানীয়রা আবার আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভাতে গেলে লাগেজের ওপর পাইপ দিয়ে পানি নিক্ষেপ করলে লাগেজের ভেতর থেকে বেশকিছু টাকার বান্ডিল বেরিয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে থাকা গণমাধ্যমকর্মীরা বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে লাগেজ ও বস্তাগুলো উদ্ধার করেন।

এর মধ্যে একটি লাগেজ থেকে গণনা করে অক্ষত এক কোটি এবং অন্য লাগেজগুলো থেকে আংশিক পোড়া বিভিন্ন দেশের কয়েক কোটি টাকা উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ওই টাকাসহ লাগেজগুলো উদ্ধার করে। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি টাকা এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন তারা। টাকা ও বিদেশি মুদ্রা সবমিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেক কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে। এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায়। জেলা প্রশাসককে জানানোর পর সেনাবাহিনী ও পুলিশ টাকাগুলো উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১০

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১১

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১২

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৩

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

১৪

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

১৫

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

১৬

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

১৭

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

১৮

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

১৯

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

২০
X