কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আমুর বাড়ি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ও টাকা উদ্ধার

আমির হোসেন আমুর বাড়ি থেকে আংশিক পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা
আমির হোসেন আমুর বাড়ি থেকে আংশিক পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর ঝালকাঠি রোনালস রোডের বাসভবন থেকে লাগেজ ভর্তি অক্ষত পাঁচ কোটি এবং আরও কয়েকটি লাগেজভর্তি আংশিক পোড়া কয়েক কোটি টাকা, ডলার ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিক ঝালকাঠি শহরের রোনালস রোডে আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে লাগেজ ভর্তি টাকা উদ্ধার করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কয়েক হাজার মানুষ মিছিল করে আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে তিনতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু রাত আনুমানিক বারোটার দিকে ওই ভবনের তৃতীয় তলায় স্থানীয়রা আবার আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভাতে গেলে লাগেজের ওপর পাইপ দিয়ে পানি নিক্ষেপ করলে লাগেজের ভেতর থেকে বেশকিছু টাকার বান্ডিল বেরিয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে থাকা গণমাধ্যমকর্মীরা বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে লাগেজ ও বস্তাগুলো উদ্ধার করেন।

এর মধ্যে একটি লাগেজ থেকে গণনা করে অক্ষত এক কোটি এবং অন্য লাগেজগুলো থেকে আংশিক পোড়া বিভিন্ন দেশের কয়েক কোটি টাকা উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ওই টাকাসহ লাগেজগুলো উদ্ধার করে। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি টাকা এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন তারা। টাকা ও বিদেশি মুদ্রা সবমিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেক কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে। এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায়। জেলা প্রশাসককে জানানোর পর সেনাবাহিনী ও পুলিশ টাকাগুলো উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের নির্দেশ

নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, অতঃপর...

ক্লিনারকে দিয়ে অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

রাতে খাবার বাদ দিলে কি সত্যিই ওজন কমে? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে : তারেক রহমান

১০

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

১১

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

১২

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

১৩

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

১৪

বার্সাকে ‘চূড়ান্ত হ্যাঁ’ ইয়ামালের, ত্যাগে মুগ্ধ ফ্লিক

১৫

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

১৬

আমদানির খবরে পেঁয়াজের বাজারে দরপতন

১৭

নতুন জোটে এনসিপির সঙ্গী হলো যারা

১৮

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন তা পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

১৯

নির্বাচনী কাজে বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিয়োগ নিয়ে ইসির যে সিদ্ধান্ত

২০
X