কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আমুর বাড়ি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ও টাকা উদ্ধার

আমির হোসেন আমুর বাড়ি থেকে আংশিক পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা
আমির হোসেন আমুর বাড়ি থেকে আংশিক পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর ঝালকাঠি রোনালস রোডের বাসভবন থেকে লাগেজ ভর্তি অক্ষত পাঁচ কোটি এবং আরও কয়েকটি লাগেজভর্তি আংশিক পোড়া কয়েক কোটি টাকা, ডলার ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিক ঝালকাঠি শহরের রোনালস রোডে আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে লাগেজ ভর্তি টাকা উদ্ধার করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কয়েক হাজার মানুষ মিছিল করে আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে তিনতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু রাত আনুমানিক বারোটার দিকে ওই ভবনের তৃতীয় তলায় স্থানীয়রা আবার আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভাতে গেলে লাগেজের ওপর পাইপ দিয়ে পানি নিক্ষেপ করলে লাগেজের ভেতর থেকে বেশকিছু টাকার বান্ডিল বেরিয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে থাকা গণমাধ্যমকর্মীরা বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে লাগেজ ও বস্তাগুলো উদ্ধার করেন।

এর মধ্যে একটি লাগেজ থেকে গণনা করে অক্ষত এক কোটি এবং অন্য লাগেজগুলো থেকে আংশিক পোড়া বিভিন্ন দেশের কয়েক কোটি টাকা উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ওই টাকাসহ লাগেজগুলো উদ্ধার করে। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি টাকা এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন তারা। টাকা ও বিদেশি মুদ্রা সবমিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেক কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে। এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায়। জেলা প্রশাসককে জানানোর পর সেনাবাহিনী ও পুলিশ টাকাগুলো উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট সিলেটে

যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা

দলীয় ১০০ রান বাংলাদেশের, বাকি আর ২০ ওভার

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, যা বলছে কর্তৃপক্ষ

শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লেখা হবে : উপদেষ্টা আসিফ

শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিত

আরও দুই প্রীতি ম্যাচ চূড়ান্ত ব্রাজিলের, জেনে নিন কবে কার বিপক্ষে

চুল কাটাতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

অজুর পর প্রস্রাবের ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন

এক রক আইকনের গল্প

১০

আওয়ামী ফ্যাসিস্টরা ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে : সালাহউদ্দিন

১১

নেতানিয়াহুর সঙ্গে শান্তিতে নোবেলজয়ী মাচাদোর ফোনালাপ, কী কথা হলো

১২

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

১৩

মিরপুরে কেন এই ‘কালো পিচ’

১৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

১৫

দাবি আদায়ে শিক্ষকদের সঙ্গে থাকবে গণঅধিকার পরিষদ : রাশেদ

১৬

কালবেলার বর্ষপূর্তিতে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার, ইতিবাচক বলছেন ৮০ ভাগ নেটিজেন

১৮

নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

১৯

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

২০
X