বিএনপির পররাষ্ট্র, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি সবাই দেশের নাগরিক। এই নাগরিকদের জান-মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘুদের ওপর হামলা বিএনপি বরদাস্ত করবে না।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় মালঞ্চি বাজারে বিজয় মিছিল শেষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, কোনো হিন্দু অধ্যুষিত এলাকা থাকলে তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে দলের নেতাকর্মীদের সেখানে পাহারায় থাকতে হবে। লালপুর-বাগাতিপাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। আওয়ামী লীগ দেশ ও দেশের জনগণকে অনিরাপদ করে রেখে গেছে। বিএনপির হাতে দেশ এবং দেশের জনগণ নিরাপদ সে জিনিসটা সবাইকে বুঝাতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, সুজন মাহমুদ, পৌর বিএনপির সদস্য সচিব মাইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন