সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা পাপ্পু (৩০) নামে এক হাজতি মারা গেছেন। শুক্রবার (৯ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপারিন্টেন্ডেন্ট এএসএম কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, পাপ্পু নামের এক হাজতি মাদক ও মারামারির মামলায় গত ৩০ মে কারাগারে আসেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় অন্য কয়েদিরা টের পেয়ে তাকে উদ্ধার কারা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. মশিউর রহমান বলেন, বাথরুমের মধ্যে রশি জাতীয় কিছু পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাপ্পু। আমার কাছে যখন আনা হয় তখনো জীবিত ছিলেন তিনি। আমি তাকে ইনজেকশন দেই এবং অক্সিজেন দিয়ে দ্রুত মেডিকেলে পাঠিয়ে দেই। হাসপাতালে যাওয়ার পথেই হয়তো তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ওই হাজতি মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে বিষয়টি তার সঙ্গে থাকা কয়েদিরা আমাদের আগে নোটিশ করেনি।