রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ২ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে গত ১৮ জুলাই থেকে ট্রেনের এ সার্ভিস চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, দীর্ঘ ২৬ দিন পর মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩৭টি ট্রেন চালু করে রেল পশ্চিম (রাজশাহী, রংপুর ও খুলনা)। তবে বৃহস্পতিবার প্রথম দিনে তুলনামূলক যাত্রীর চাপ কম থাকলেও সব আসনে যাত্রী ছিল। এর আগে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকেই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয়। এরপর ২৫ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চালুর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই দিনও ট্রেন চালু করা যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস। রাত ৯টা ১৫ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে বাংলাবান্ধা এক্সপ্রেস ও রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া সন্ধ্যায় ঢাকা থেকে সিল্কসিটি আসে। রাত ৯ টায় পঞ্চগড়ের উদ্দেশ্যে যায় বাংলাবান্ধা, রাত ১১ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ধুমকেতু। শুক্রবার সকালে খুলনায় যাবে সাঁগরদাড়ি। এ ছাড়া ডে-অফ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেনের যাত্রীদের তেমন চাপ নেই। অনেকটাই সুনসান নীরবতা কেটে গেলেও স্বাভাবিক হয়নি লোক সমাগম। রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাবেন রমিজ হোসেন। তিনি বলেন, দুই বছর রাজশাহী রেল স্টেশনে এসেছিলাম। যদি ট্রেন চলে তাহলে ট্রেনে যাব, যদি ট্রেন না চলে তাহলে বাসে ঢাকায় যাব বলে। এসে শুনি ট্রেন ছাড়বে। ভালোই হলো।
পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস রাজশাহী স্টেশন থেকে ছেড়ে গেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার ও আরএনবি সদস্যরা রেললাইনের নিরাপত্তায় কাজ করছে।
মন্তব্য করুন