রাজধানীর যাত্রাবাড়ী এলাকার র্যাব-১০ কার্যালয় থেকে গত ৫ আগস্ট লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এসব অস্ত্র হস্তান্তর করা হয়।
র্যাব-১০ এর এসএসপিএমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ২৮ ইস্টবেঙ্গলের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিহান উদ্দিন আহমেদ খানের নেতৃত্বে একটি টহল দল শেখ রাসেল সেনানিবাস থেকে নরসিংদী আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে। তারা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী র্যাব-১০ সদর দপ্তরের কাছে পৌঁছলে দেখতে পায় আন্দোলনকারীরা র্যাব-১০ এর সদর দপ্তরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজ চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে মেজর জিহান উদ্দিন আহমেদ খান পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হন। এ ছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে অভিযান চালান। অভিযানে ৬০টি বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র, প্রায় চার হাজার রাউন্ড গুলি আন্দোলনকারীদের কাছ থেকে উদ্ধার করে।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রকিব, তাহমিদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও র্যাব সদস্যরা।
মন্তব্য করুন