সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি চেয়ে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড)-এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। ছবি : কালবেলা
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড)-এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড)-এর সামনে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। বিক্ষোভকারীরা মহাসড়ক দখলে নিয়ে পালন করছেন তাদের বিক্ষোভ কর্মসূচি।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে পুরাতন ডিইপিজেড এলাকায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন এবং শ্রমিকদের শান্ত করতে কাজ করছে সেনাবাহিনী ও শিল্প পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

ডিইপিজেডের কর্মকর্তারা কালবেলাকে জানান, সোমবার সকাল থেকে পুরাতন ডিইপিজেডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ডিইপিজিডের সামনের নবীনগর-চন্দ্রা মাহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেয়। ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা। সেনাবাহিনী এবং শিল্প পুলিশের অনুরোধে সকাল ১১টার দিকে ২০-২৫ মিনিটের জন্য মহাসড়ক ছেড়ে দিলেও পরে আবার সড়ক দখল করে বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভোর বেলা থেকেই ডিইপিজেডের সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে আসা বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের মূল ফটকে আটকে দেন বিক্ষুব্ধরা। বেশ কয়েকজনকে মারধর করার ঘটনাও ঘটেছে। কয়েক জন শ্রমিকের হাতে লাঠিসোটাও দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিপ্রত্যাশী এক নারী শ্রমিক বলেন, আমরা কোনো রকম ঝামেলা চাই না। আমরা চাই নারী-পুরুষ সবাইকে সমতার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। আমরা শুধু পেটের দায়ে কাজ করে খাওয়ার জন্য কয়েক দিন ধরে আন্দোলন করছি শুধুমাত্র কাজ করে খাওয়ার জন্য। আমাদের কথা কেউ শুনছে না।

এদিকে ডিইপিজেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা কালবেলাকে জানান, রোববার (১৮ আগস্ট) চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভের একপর্যায়ে বিক্ষোভকারীদের সিভি জমা দিতে বলা হয়। অনেকে সিভি জমাও দিয়েছেন। তবে বেশ কয়েকজন সিভি জমা না দিয়ে নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম কালবেলাকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সিভি জমা দিতে বলা হলেও তারা কেউ সিভি জমা দিতে চাচ্ছেন না। তাদের বুঝিয়ে শুনিয়ে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ বন্ধ রেখেছিলাম কিন্তু পরে তারা আবার সড়ক দখলে নিয়ে আন্দোলন করতে থাকে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করছি।

এ বিষয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X