সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি চেয়ে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড)-এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। ছবি : কালবেলা
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড)-এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড)-এর সামনে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। বিক্ষোভকারীরা মহাসড়ক দখলে নিয়ে পালন করছেন তাদের বিক্ষোভ কর্মসূচি।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে পুরাতন ডিইপিজেড এলাকায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন এবং শ্রমিকদের শান্ত করতে কাজ করছে সেনাবাহিনী ও শিল্প পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

ডিইপিজেডের কর্মকর্তারা কালবেলাকে জানান, সোমবার সকাল থেকে পুরাতন ডিইপিজেডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ডিইপিজিডের সামনের নবীনগর-চন্দ্রা মাহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেয়। ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা। সেনাবাহিনী এবং শিল্প পুলিশের অনুরোধে সকাল ১১টার দিকে ২০-২৫ মিনিটের জন্য মহাসড়ক ছেড়ে দিলেও পরে আবার সড়ক দখল করে বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভোর বেলা থেকেই ডিইপিজেডের সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে আসা বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের মূল ফটকে আটকে দেন বিক্ষুব্ধরা। বেশ কয়েকজনকে মারধর করার ঘটনাও ঘটেছে। কয়েক জন শ্রমিকের হাতে লাঠিসোটাও দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিপ্রত্যাশী এক নারী শ্রমিক বলেন, আমরা কোনো রকম ঝামেলা চাই না। আমরা চাই নারী-পুরুষ সবাইকে সমতার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। আমরা শুধু পেটের দায়ে কাজ করে খাওয়ার জন্য কয়েক দিন ধরে আন্দোলন করছি শুধুমাত্র কাজ করে খাওয়ার জন্য। আমাদের কথা কেউ শুনছে না।

এদিকে ডিইপিজেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা কালবেলাকে জানান, রোববার (১৮ আগস্ট) চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভের একপর্যায়ে বিক্ষোভকারীদের সিভি জমা দিতে বলা হয়। অনেকে সিভি জমাও দিয়েছেন। তবে বেশ কয়েকজন সিভি জমা না দিয়ে নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম কালবেলাকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সিভি জমা দিতে বলা হলেও তারা কেউ সিভি জমা দিতে চাচ্ছেন না। তাদের বুঝিয়ে শুনিয়ে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ বন্ধ রেখেছিলাম কিন্তু পরে তারা আবার সড়ক দখলে নিয়ে আন্দোলন করতে থাকে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করছি।

এ বিষয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

‘রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

১০

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

১১

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

১২

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১৩

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১৪

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১৫

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১৬

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৭

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৮

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৯

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

২০
X