কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১১:০১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সাবেক হুইপসহ ৩২ জনের বিরুদ্ধে আরও মামলা

বাঁ থেকে- সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল ও সাবেক এমপি আশেক উল্লাহ রফিকসহ ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দেড়শ থেকে দুইশ জনকে।

সোমবার (২০ আগস্ট) কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

কক্সবাজার মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমেদ সিআইপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ ইমরান, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক, কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী রফিকুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় অভিযুক্তরা দেশীয় তৈরি বন্দুক, কিরিচ ও লোহার রড দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওসি মোহাম্মদ রকিবুজ্জামান জানান, জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক বিএনপি নেতা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলকে। এর আগেও শুক্রবার আরও একটি মামলা করা হয়েছে। সেই মামলায়ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলসহ ১৫০ জনকে আসামি করা হয় বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১০

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১১

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১২

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৩

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৪

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৫

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৬

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৭

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৮

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৯

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

২০
X