বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৩:২০ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী ফেলের ঘটনায় কেন্দ্র সচিবকে বোর্ডে তলব

শিক্ষার্থী ফেলের ঘটনায় কেন্দ্র সচিবকে বোর্ডে তলব

এবারের এসএসসি পরীক্ষায় বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। তাত্ত্বিক পরীক্ষায় পাস করলেও ব্যবহারিক পরীক্ষায় নম্বর যোগ না হওয়ায় তারা সবাই অকৃতকার্য হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্র সচিবের গাফিলতিকে দায়ী করেছেন। তাদের ভাষ্য, ব্যবহারিক পরীক্ষায় অংশ নিলেও শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যথাসময়ে রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠাননি পরীক্ষাকেন্দ্রের সচিব। এতে ফল বিপর্যয় ঘটেছে।

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ১০৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ছিল ২৩ জন। এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল একই উপজেলার কাহালু তাইরুনেচ্ছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।

গত শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষার ২৩ শিক্ষার্থীর কেউ পাস করেনি। পরে শিক্ষার্থীরা খোঁজ নিয়ে জানতে পারে, ব্যবহারিক পরীক্ষায় তাদের ফেল দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে।

প্রধান শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ হয়নি। পরে তিনি এর সমাধান চেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেন।

শাহাদত জামাল নামের এক পরীক্ষার্থী বলে, ‘সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছি। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল দেখানো হয়েছে। ভালো পরীক্ষা দিয়েও কেন নম্বর আসেনি, এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।’

নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক বলেন, ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে পাঠানোর দায়িত্ব কেন্দ্র সচিবের। ব্যবহারিক নম্বর যোগ না হওয়ায় সবাই ফেল করেছে। কেন্দ্র সচিবের গাফিলতিতে এমনটা ঘটেছে।

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম বলেন, কেন্দ্র সচিবের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে। দ্রুত সমস্যার সমাধানের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে।

নম্বর যোগ না হওয়ার কারণ জানতে চাইলে কাহালু তাইরুনেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বেলাল উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা বলেন, ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোর অভিযোগ তদন্ত করা হবে। কেন্দ্র সচিবের গাফিলতি প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিবকে বোর্ডে তলব করা হয়েছে। তার কাছ থেকে ব্যাখ্যা পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে, কার ভুলে এমনটা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

দাম বৃদ্ধির পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

১০

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

১১

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

১২

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

১৩

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

১৪

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

১৫

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

১৬

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

১৭

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

১৯

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

২০
X