রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চার কিলোমিটার রাস্তা সংস্কার করল বিজিবি ও ছাত্র-জনতা

রাস্তা সংস্কারে নেমেছে বিজিবি ও স্থানীয় ছাত্র-জনতা। ছবি : কালবেলা
রাস্তা সংস্কারে নেমেছে বিজিবি ও স্থানীয় ছাত্র-জনতা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া পাকা রাস্তা থেকে বিজিবি বিওপি ক্যাম্প পর্যন্ত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিকল্প রাস্তা না থাকায় কাদাপানি দিয়ে বিজিবি সদস্য ও স্থানীয়রা চলাচল করত।

এ অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ছাত্র-জনতা মিলে চার কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সংস্কার কাজে নেমে পড়েন। বিজিবি ও ছাত্র-জনতার স্বেচ্ছাশ্রমে রোববার (২৫ আগস্ট) সংস্কার কাজ শেষ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাস্তাটিতে স্কুলগামী শিক্ষার্থী, সাধারণ মানুষজন চলাচল ও সীমান্ত পাহারায় বিজিবি সদস্যরাও নিয়মিত টহলে যেতেন। প্রতিনিয়ত শতাধিক পরিবহন ও ছোটখাটো অসংখ্য যানবাহন চলাচল করছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে কাদার সৃষ্টি হয়।

এতে রাস্তায় চলাচলে প্রায় দুর্ঘটনা ঘটছে। তাই তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ইতোপূর্বেও এলাকাবাসী রাস্তাটি সংস্কার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছিল। কিন্তু রাস্তা সংস্কারের বিষয়ে কোনো আলোর মুখ দেখতে পারেনি। তাই বিজিবি ও ছাত্র-জনতা মিলে স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি সংস্কার কাজ করেন। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা রাস্তাটির নামে প্রকল্প বরাদ্দ পেলেও তারা কাজ না করে বরাদ্দের টাকা আত্মসাত করেন।

গয়টাপাড়া এলাকার হাফিজুর রহমান হাফিজ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে বিজিবি, ছাত্রসমাজ ও গ্রামবাসী মিলে এই এলাকার দুর্ভোগ লাগবের জন্য আমরা সবাই মিলে রাস্তাটি সংস্কার কাজ শেষ করেছি।

গয়টাপাড়া বিজিবি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার এবি সিদ্দিক বলেন, কাদামাখা রাস্তাটি দিয়ে কষ্টে সীমান্ত পাহাড়ায় বিজিবির টহল সদস্যরা যেত এবং এলাকাবাসী একই কষ্টে চলাচল করেন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিজিবি এবং ছাত্র-জনতা মিলে দুর্ভোগ কমাতে রাস্তাটি সংস্কার করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মনছুরুল হক কালবেলাকে বলেন, এ রাস্তাটির জন্য কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পেলে এ রাস্তাটি সংস্কার করা হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, আপাতত কোনো বরাদ্দ নেই। তবে এ রাস্তাটি সস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১০

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১১

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১২

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৩

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৪

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৫

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৬

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৭

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

১৮

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

১৯

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

২০
X