পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের জরুরি বিভাগে থাকেন না চিকিৎসক

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। এতে বিড়ম্বনায় পড়ছেন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে চিকিৎসক সংকটে এমন অবস্থা হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় সর্বমোট জনসংখ্যা ২ লাখ ৭৪ হাজার ১১০। মোট জনসংখ্যার চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। এর আগে থেকেই এ হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। চিকিৎসকের তুলনায় রোগী বেশি হওয়ায় সেবা দিতে অনেক সময় হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তবে জরুরি বিভাগে চিকিৎসক না থাকার ঘটনা এর আগে ঘটেনি। সম্প্রতি হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ হওয়ায় এমন ঘটনা ঘটছে বলে হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে।

হাসপাতালের এক কর্মচারী জানান, বিষয়টি খারাপভাবে নিলে হবে না। জরুরি বিভাগে প্রতিদিন হয়তো চার-পাঁচজন রোগী আসেন। কিন্তু বহির্বিভাগে প্রতিদিন ১৫০-২০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর দীর্ঘ সিরিয়াল লেগে থাকে। অনেক সময় রোগীরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষায় থেকে অতিষ্ঠ হয়ে যান। এজন্য জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জুনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদে হাসপাতালে চিকিৎসক থাকার কথা ১৭ জন। অথচ রয়েছেন মাত্র ছয়জন। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্বে রয়েছেন। ফলে বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে থাকছেন না চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুক্তাদির আরেফিন জানান, হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে চিকিৎসক থাকছেন না। এ সময় জরুরি বিভাগে কোনো রোগী এলে বহির্বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক এসে সেবা প্রদান করছেন। আমাদের হাসপাতালে আরও তিন-চারজন চিকিৎসকের পদায়ন হলে মাতৃত্বকালীন সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X