পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের জরুরি বিভাগে থাকেন না চিকিৎসক

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। এতে বিড়ম্বনায় পড়ছেন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে চিকিৎসক সংকটে এমন অবস্থা হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় সর্বমোট জনসংখ্যা ২ লাখ ৭৪ হাজার ১১০। মোট জনসংখ্যার চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। এর আগে থেকেই এ হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। চিকিৎসকের তুলনায় রোগী বেশি হওয়ায় সেবা দিতে অনেক সময় হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তবে জরুরি বিভাগে চিকিৎসক না থাকার ঘটনা এর আগে ঘটেনি। সম্প্রতি হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ হওয়ায় এমন ঘটনা ঘটছে বলে হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে।

হাসপাতালের এক কর্মচারী জানান, বিষয়টি খারাপভাবে নিলে হবে না। জরুরি বিভাগে প্রতিদিন হয়তো চার-পাঁচজন রোগী আসেন। কিন্তু বহির্বিভাগে প্রতিদিন ১৫০-২০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর দীর্ঘ সিরিয়াল লেগে থাকে। অনেক সময় রোগীরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষায় থেকে অতিষ্ঠ হয়ে যান। এজন্য জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জুনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদে হাসপাতালে চিকিৎসক থাকার কথা ১৭ জন। অথচ রয়েছেন মাত্র ছয়জন। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্বে রয়েছেন। ফলে বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে থাকছেন না চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুক্তাদির আরেফিন জানান, হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে চিকিৎসক থাকছেন না। এ সময় জরুরি বিভাগে কোনো রোগী এলে বহির্বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক এসে সেবা প্রদান করছেন। আমাদের হাসপাতালে আরও তিন-চারজন চিকিৎসকের পদায়ন হলে মাতৃত্বকালীন সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

১০

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

১১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

১২

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

১৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৪

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১৫

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১৭

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৮

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৯

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

২০
X