বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনে বরিশালের এক থানায় জমা পড়ল ২৪ অস্ত্র

বরিশাল কোতোয়ালি মডেল থানা। ছবি : সংগৃহীত
বরিশাল কোতোয়ালি মডেল থানা। ছবি : সংগৃহীত

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে’।

এই ঘোষণার পর থেকেই বরিশালে আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্স পাওয়া অস্ত্র থানায় জমা দেওয়া শুরু হয়েছে। গত দুদিনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ২৪টি অস্ত্র জমা দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, অস্ত্র প্রদর্শন ও গুলি করে ভয় দেখানো হলে থানা পুলিশ অস্ত্রের লাইসেন্স বাতিল করার জন্য জেলা প্রশাসনে প্রতিবেদন দেবে। জেলা প্রশাসন লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেবে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিতের এমন সিদ্ধান্ত এলো।

জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে এ বছরের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ে বরিশাল জেলা ও মহানগর এলাকায় ১৯৬টি অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার, শর্টগান, এক-নলা ও দোনলা রাইফেল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের থানায় এরই মধ্যে ২৪টি আগ্নেয়াস্ত্র ও গুলি জমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ অস্ত্র জমা না দিলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে। যারা অস্ত্র জমা দিচ্ছেন তাদের একটি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হচ্ছে। এ পত্র সংরক্ষণ করার জন্যও বলা হচ্ছে।

এদিকে, অস্ত্র জমা দিয়ে আবার তা ফিরে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন লাইসেন্সধারীরা। তারা বলছেন, অনেকে শখ করে আবার কেউ ব্যক্তিগত নিরাপত্তার জন্য এসব অস্ত্র কিনেছিলেন।

মো. মাসুম নামের একজন বলেন, ২০১৮ সালে অস্ত্রটি কিনেছিলাম আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য। আয়করের ওপর নির্ভর করে আমাকে লাইসেন্স দেওয়া হয়েছিল। ৫ লাখ টাকা দিয়ে কেনা অস্ত্র আর ফেরত পাব কিনা জানি না। সম্পূর্ণটাই মনে হচ্ছে গচ্চা গেল।

উল্লেখ্য, বরিশালে মোট অস্ত্রের লাইসেন্সধারীর সংখ্যা ৬৬৯ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

জুলাই আন্দোলনে বাঁধা, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ জনকে শাস্তি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

বেগম খালেদা জিয়া / গৃহিণী থেকে দেশনেত্রী এবং জাতির আত্মগৌরবের এক অনিবার্য প্রতীক

নভেম্বরে এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

১০

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

১১

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা

১২

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, সভাপতি বুলবুল, সম্পাদক উজ্জ্বল

১৪

খালেদা জিয়া সংগ্রাম ও সাহসের প্রতীক : কাজী বাশার

১৫

চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে?

১৬

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

১৭

টেকনাফে ৬ শিশুকে অপহরণ, কৌশলে পালাল দুজন

১৮

তরুণ ভোটারদের ভোটদানের আহ্বান আমিনুল হকের

১৯

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের যে সমাধান দিলেন পোপ লিও

২০
X