সরকারের আহ্বানে সাড়া দিয়ে বরিশাল মেট্রোপলিটনের থানাগুলোতে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত তিন দিনে মেট্রোপলিটন এলাকার চারটি থানায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলা ও মহানগর এলাকায় মোট অস্ত্রের লাইসেন্সধারীর সংখ্যা ৬৬৯ জন। এর মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ বছরের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ১৯৬টি লাইসেন্স দেয় সরকার। যার মধ্যে রয়েছে পিস্তল, রিভালভার, শটগান, একনলা ও দোনলা রাইফেল।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিনই লাইসেন্সধারী মালিকরা অস্ত্র জমা দিচ্ছেন। গত তিন দিনে থানায় মোট ৩৯টি অস্ত্র জমা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, আমার থানা এলাকায় মোট ১৪ জনের অস্ত্রের লাইসেন্স রয়েছে। এর মধ্যে ১০ জন তাদের অস্ত্র জমা দিয়েছেন। যারা অস্ত্র জমা দিচ্ছেন তাদের আমরা জমাদানের একটি রসিদ দিচ্ছি।
বন্দর থানার ওসি বিপ্লব মিস্ত্রী বলেন, দুজন অস্ত্র জমা দিয়েছেন। আরও যারা আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দেওয়া লাইসেন্স বাতিল করেছে।
মন্তব্য করুন