বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিরামপুরে নিলামে তোলা হলো ৬০ ফুটবলারকে

সীমান্তবর্তী কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলার কিনতে নিলামের আয়োজন। ছবি : কালবেলা
সীমান্তবর্তী কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলার কিনতে নিলামের আয়োজন। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুরে এবার নিলামের মাধ্যমে স্থানীয় ফুটবলার কেনাবেচা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলার কিনতে নিলামের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের সামনে মাইকে ঘোষণা করা হয় নিলামে ওঠা ফুটবলারদের নাম। মালিকপক্ষ থেকে খেলোয়াড়ের দাম হাঁকা হয়।

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নিয়মিত ফুটবল খেলেন—এমন ৬০ জন খেলোয়াড়কে নিয়ে এই নিলামের আয়োজন করা হয়। আগামী সপ্তাহে কাটলা ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৪ (কেপিএল) শুরু হবে। ওই টুর্নামেন্টে বাছাই করা ফুটবলাররা অংশ নেবেন।

সীমান্ত এলাকায় বসবাসরত এবং জেলা ও জেলার বাইরে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া সেরা খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করা হবে। সেরা ফুটবলারদের বাছাই করতে এই নিলামের আয়োজন করা হয়। প্রত্যেক খেলোয়াড়ের নিলাম মূল্য সর্বনিম্ন ২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

খেলোয়াড়দের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হয়। নিলামে অংশ নেয় কাটলা ধানহাটি লিমিটেড, কাটলা ফরিদুল একাদশ, কাটলা মেধাবিকাশ স্কুল ও মুক্তিযোদ্ধা খাদ্যভান্ডার নামে চারটি দল। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে খেলোয়াড়।

নিলাম অনুষ্ঠানের অতিথি ও কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল বলেন, খেলোয়াড়দের নিলামে কিনে নেওয়ার দৃশ্য আমরা এতদিন টিভির পর্দায় দেখেছি। কিন্তু বিরামপুর সীমান্তে এমন আয়োজন দেখে খুব ভালো লাগল।

কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড ব্লাড ডোনেশন গ্রুপের সাধারণ সম্পাদক সামসুল মিয়া বলেন, এটি মূলত ফুটবল টুর্নামেন্ট। মাঠ হবে ছোট। প্রতিটি দলে সাতজন খেলোয়াড় থাকবেন। একটি ম্যাচে একজন খেলোয়াড়কে একাধিকবার মাঠে নামানো ও ওঠানোর সুযোগ থাকবে। ৪টি দল মোট ১৯টি ম্যাচ খেলবে। স্থানীয় ক্রীড়ামোদীরা খেলা দেখে আনন্দ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় খেলোয়াড় মাসুদ রানা বলেন, ১৫ বছর ধরে বিভিন্ন জেলায় খেলছি। এই প্রথম নিলামের মাধ্যমে ফুটবল খেলায় অংশ নিতে যাচ্ছি। কাটলা ফরিদুল একাদশের হয়ে ৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। সামনে সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

আরও ১৩ এসপির দপ্তর বদল

১০

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১১

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

১২

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

১৩

‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে’  

১৪

রাজশাহীর নতুন কমিশনার জিল্লুর রহমান

১৫

এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল কবে, যা জানা গেল

১৬

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

১৭

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

১৮

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

১৯

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

২০
X