খুলনা ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতাদের আশ্বাসে খুমেক হাসপাতালে ফিরেছেন ৫১ চিকিৎসক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

চিকিৎসক নেতাদের আশ্বাসে নিরাপত্তা ঝুঁকি ও হামলার আশঙ্কায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনুপস্থিত থাকা ৫১ চিকিৎসক পুনরায় অফিস করেছেন। খুলনা বিএমএ এবং বিএনপিপন্থি চিকিৎসকদের আশ্বাসে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই কাজে যোগদান করেন তারা।

এর আগে খুলনা মেডিকেল কলেজ ছাত্রদের একাংশ এই ৫১ চিকিৎসককে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করে। একই সঙ্গে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় হাসপাতালের উপপরিচালক ডা. আক্তারুজ্জামানকে। ফলে অবাঞ্ছিত হওয়ায় বুধবার বহির্বিভাগের অধিকাংশ চিকিৎসক হাসপাতলে অনুপস্থিত থাকায় পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। দূর দূরান্ত থেকে আসা রোগীরা পায়নি চিকিৎসাসেবা। এ অবস্থায় গণমাধ্যমে হাসপাতালে পরিস্থিতি দেখে নড়েচড়ে বসে বিএমএ ও বিএনপি নেতারা। একই সঙ্গে বিএনপিপন্থি চিকিৎসকদের নাম ব্যবহার করে এক চিকিৎসকের নেতৃত্ব এ ঘটনা ঘটনায় নিন্দা জানিয়ে আলাদা বিবৃতি দেন খুলনা মহানগর বিএনপি, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাব এর খুলনা মেডিকেল কলেজ শাখাসহ খুলনা জেলা ও মহানগর শাখা।

এ ছাড়া খুলনা মহানগর বিএনপি নেতাদের প্রতিনিধি এবং ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন এবং যুবদল নেতা সাইফুলের নেতৃত্বে হাসপাতালে গিয়ে রোগীদের ভোগান্তি সরেজমিন দেখে অনুপস্থিত চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেন এবং হাসপাতালে আসতে বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক সাজিদুল হাসান বাপ্পী হাসপাতালে গিয়ে অনুপস্থিত চিকিৎসকদের হাসপাতালে এসে নির্ভয়ে কাজের জন্য অনুরোধ করেন।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতালে আসেন উপ-পরিচালক ডা. আক্তারুজ্জামান এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ। সরেজমিন হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে বিভিন্ন রুমে চিকিৎসকদের উপস্থিতি দেখতে পেয়েছে সাংবাদিকরা।

ডা. আক্তারুজ্জামান বলেন, আমি মাত্র ১ মাস আগে এ পদে যোগদান করেছি, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোকালে জড়িত ছিলাম না। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। জোর করে পদত্যাগে স্বাক্ষর করিয়ে নিয়েছে। আমি বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি। রাতে বিএমএসহ চিকিৎসক নেতা এবং খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা সাহেব আমাকে কল দিয়ে নির্ভয়ে অফিস করতে বলেছেন। রোগীদের সেবার কথা বিবেচনা করে আমি আবার অফিসে আসছি। আমি আশাকরি যারা আমাদের সঙ্গে এমন করেছে। তাদের সুবুদ্ধির উদয় হবে, রোগীদের স্বার্থে সবাই মিলেমিশে হাসপাতালে কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১০

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১১

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১২

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৩

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৪

বিজয় থালাপতি এখন বিপাকে

১৫

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৬

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৭

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৮

সুর নরম আইসিসির

১৯

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

২০
X