নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান, চায়নিজ রাইফেলের দুটি ম্যাগাজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। এ নিয়ে লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নরসিংদী সেনাক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) ক্যাপ্টেন রকিব ও লেফটেন্যান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফাহিম মাহবুব, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের উপস্থিতিতে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান কালবেলাকে বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র ও ১ হাজার ১৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চায়না রাইফেল ৪২টি, শর্টগান ১১টি এবং চায়না রাইফেলের গুলি ১ হাজার ১১০ রাউন্ড এবং শটগানের গুলি ৪৩ রাউন্ড।
উল্লেখ্য, গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগার থেকে লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি নিয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন