খুলনা ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

খুলনা সদর থানা। ছবি : সংগৃহীত
খুলনা সদর থানা। ছবি : সংগৃহীত

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করা ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতেই খুলনার সদর থানায় মামলাটি করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

গণপিটুনিতে আহত থাকায় ওইদিন মামলার খবর প্রকাশ করেনি পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সদর থানার ওসি মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনা সদর থানার ফায়ার ব্রিগেড রোডের বাসিন্দা দিনবন্ধু মণ্ডলের ছেলে উৎসব মন্ডল (১৯) গত ৪ সেপ্টেম্বর ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অত্যন্ত অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন। এবং লাইভে তার পোস্টের নিচেও একাধিকবার একই ধরনের কটূক্তি করেন। যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অস্থিরতা ঘৃণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিলেন। মামলায় ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে ২৭, ২৮ ও ৩১ ধারার অভিযোগ আনা হয়েছে।

খুলনা সদর থানার ওসি কামাল হোসেন কালবেলাকে বলেন, ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন একজন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে গ্রেপ্তার এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

মামলার বাদী শেখ মো. নাসির উদ্দিন কালবেলাকে বলেন, প্রতিটি মুসলিমের হৃদয়ে তার জীবনের থেকে বেশি মূল্যবান মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সম্মান। এই যুবক ফেসবুক লাইভ এবং পোস্টে কমেন্টের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির করার চেষ্টা করেছে। উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং তার পেছনে কারা আছেন এটা বের করার জন্য মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর খুলনা সদর থানার বাসিন্দা কলেজ ছাত্র উৎসব মন্ডল ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে। এর প্রেক্ষিতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে ঢুকে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এরপর ওই যুবককে উদ্ধার করে সেনাবাহীনীর তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে বলে জানায় আইএসপিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১০

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১১

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১২

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৩

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৪

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৫

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৬

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৮

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

২০
X