খুলনা ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

খুলনা সদর থানা। ছবি : সংগৃহীত
খুলনা সদর থানা। ছবি : সংগৃহীত

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করা ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতেই খুলনার সদর থানায় মামলাটি করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

গণপিটুনিতে আহত থাকায় ওইদিন মামলার খবর প্রকাশ করেনি পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সদর থানার ওসি মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনা সদর থানার ফায়ার ব্রিগেড রোডের বাসিন্দা দিনবন্ধু মণ্ডলের ছেলে উৎসব মন্ডল (১৯) গত ৪ সেপ্টেম্বর ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অত্যন্ত অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন। এবং লাইভে তার পোস্টের নিচেও একাধিকবার একই ধরনের কটূক্তি করেন। যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অস্থিরতা ঘৃণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিলেন। মামলায় ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে ২৭, ২৮ ও ৩১ ধারার অভিযোগ আনা হয়েছে।

খুলনা সদর থানার ওসি কামাল হোসেন কালবেলাকে বলেন, ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন একজন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে গ্রেপ্তার এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

মামলার বাদী শেখ মো. নাসির উদ্দিন কালবেলাকে বলেন, প্রতিটি মুসলিমের হৃদয়ে তার জীবনের থেকে বেশি মূল্যবান মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সম্মান। এই যুবক ফেসবুক লাইভ এবং পোস্টে কমেন্টের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির করার চেষ্টা করেছে। উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং তার পেছনে কারা আছেন এটা বের করার জন্য মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর খুলনা সদর থানার বাসিন্দা কলেজ ছাত্র উৎসব মন্ডল ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে। এর প্রেক্ষিতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে ঢুকে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এরপর ওই যুবককে উদ্ধার করে সেনাবাহীনীর তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে বলে জানায় আইএসপিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

বিচারকদের কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার

পুলিশের কাছে নিখোঁজ তরুণীর বার্তা / ‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’

রোববার থেকে শুনানি শুরু / আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

কানের দুলের জন্য প্রাণ গেল শিশু হাফসার

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

হঠাৎ মহাসড়কে বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক

পদ ফিরে পেলেন বিএনপির ৪ নেতা

ঢাকা কলেজে ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

১০

এল ক্লাসিকোতে রিয়ালের জালে বার্সার এক হালি গোল

১১

হলে জ্ঞান হারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার, হাসপাতালে মৃত্যু

১২

সরাইলে বিএনপির ৩১ দফার প্রচারণা

১৩

ব্যানারে ফুটবলের জায়গায় ‘ফুটাবল’, স্টাফকে বাফুফের শোকজ

১৪

দাপুটে পারফরম্যান্সে সেনেগালকে হারাল ব্রাজিল

১৫

বিএনপি সরকারে গেলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে : শাহজাহান চৌধুরী

১৬

সিলেটে ৩০ একর খাস জমি উদ্ধার, দখল-বিক্রি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ / সাড়ে ৩ ঘণ্টা পর বরিশাল-ঢাকা মহাসড়ক সচল

১৮

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত, অপর বাসে অগ্নিসংযোগ

১৯

রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম : ডা. জাহিদ

২০
X