ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করা ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতেই খুলনার সদর থানায় মামলাটি করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।
গণপিটুনিতে আহত থাকায় ওইদিন মামলার খবর প্রকাশ করেনি পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সদর থানার ওসি মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনা সদর থানার ফায়ার ব্রিগেড রোডের বাসিন্দা দিনবন্ধু মণ্ডলের ছেলে উৎসব মন্ডল (১৯) গত ৪ সেপ্টেম্বর ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অত্যন্ত অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন। এবং লাইভে তার পোস্টের নিচেও একাধিকবার একই ধরনের কটূক্তি করেন। যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অস্থিরতা ঘৃণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিলেন। মামলায় ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে ২৭, ২৮ ও ৩১ ধারার অভিযোগ আনা হয়েছে।
খুলনা সদর থানার ওসি কামাল হোসেন কালবেলাকে বলেন, ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন একজন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে গ্রেপ্তার এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
মামলার বাদী শেখ মো. নাসির উদ্দিন কালবেলাকে বলেন, প্রতিটি মুসলিমের হৃদয়ে তার জীবনের থেকে বেশি মূল্যবান মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সম্মান। এই যুবক ফেসবুক লাইভ এবং পোস্টে কমেন্টের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির করার চেষ্টা করেছে। উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং তার পেছনে কারা আছেন এটা বের করার জন্য মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর খুলনা সদর থানার বাসিন্দা কলেজ ছাত্র উৎসব মন্ডল ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে। এর প্রেক্ষিতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে ঢুকে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এরপর ওই যুবককে উদ্ধার করে সেনাবাহীনীর তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে বলে জানায় আইএসপিআর।
মন্তব্য করুন