ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর

ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর

ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় একটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে মাজারের খানকা ঘর ও পাগল ধাম ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের কাছে এটি ‘আধ্যাত্মিক সাধক’ বুচাই পাগলার মাজার নামে পরিচিত।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাশে মাজারটিতে হামলা চালানো হয়। বিকেল ৪টা পর্যন্ত ভাঙচুর করা হয়।

মাজার ভবনটি খননযন্ত্র (ভেকু) দিয়ে ভেঙে দেওয়া হয়। ৪টার দিকে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরেজমিনে দেখা গেছে, মাজারের ভবনটির তিনটি দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনের চারপাশে সীমানা দেয়াল ভেঙে ফেলা হয়েছে। ছাদে মোট পাঁচটি গম্বুজ রয়েছে, এর মধ্যে চারটির মধ্যে তিনটি গম্বুজ ভেঙে ফেলা হয়েছে। মাজারের পাশে থাকা একটি টিনের কক্ষ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বাটুলিয়া এলাকার বাসিন্দা ছিলেন ‘বুচাই পাগলা’। তার মধ্যে আধ্যাত্মিক গুণ ছিল বলে বিশ্বাস করতেন স্থানীয় অনেকে। এ কারণে ধীরে ধীরে তার ভক্ত অনুসারী তৈরি হয়। আশির দশকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এরপর বাটুলিয়ার সড়কের পাশে তাকে দাফন করা হয়। ওই কবরকে ঘিরেই মাজার গড়ে ওঠে। প্রতিবছর সেখানে ওরশ ও মাসব্যাপী মেলা আয়োজন করা হয়। বাউল গানসহ নানা আয়োজন থাকে। এর পাশাপাশি এখানে নেশাজাতীয় দ্রব্য সেবনেরও অভিযোগ রয়েছে। এর জেরে বুধবার সেখানে এ হামলার ঘটনা ঘটে।

আবুল কাশেম নামে এক ব্যক্তি বলেন, এখানে অনেক আগে থেকেই অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। তবে জনগণ প্রতিবাদ করতে পারেনি। এখন কালামপুর ও আশপাশের লোকজন একত্রিত হয়ে এটি ভেঙে ফেলে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, এলাকার একটা লোকও মাজার ভাঙার সঙ্গে ছিল না। তারা কেউ বুঝতেই পারেনি। এই মাজারে শরিয়া বিরোধী কোনো কাজকর্ম করতে দেইনি আমরা। মাদক সম্পূর্ণ নিষেধ ছিল। পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাজারে নিরাপত্তা দিয়েছে। দূরের লোকজন এসে যেভাবে মাজার ভাঙল এটা অন্যায়। আল্লাহ এর বিচার করবেন।

সানোড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. তিতুমীর হোসেন বলেন, একদল লোক এসে অতর্কিতভাবে এ ভাঙচুর করেছে। ইউএনওর ফোন পেয়ে দুজন চৌকিদার নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তাদের সামনে যেতে পারিনি। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুপুরের দিকে বিক্ষোভকারীরা ঘটনাস্থলে যান। তারা কিছু দাবিদাওয়া জানিয়েছেন। তাদের সঙ্গে ইউএনও মহোদয় বৈঠক করবেন। আপাতত তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্টিভাইরাস সফটওয়্যার আসল নাকি নকল, চিনবেন যেভাবে

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চতুর্থ দিনেও তীব্র লড়াই

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / একযোগে দেড় লাখ সেনার সমন্বয়ে হামলা, তীব্র লড়াইয়ের মধ্যে উত্তেজনা চরমে

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

তপশিল ঘোষণা করছেন সিইসি

ব্যানার-ফেস্টুন নিয়ে ইসির নির্দেশ

সচিবালয় থেকে ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

বার্নাব্যুতে ফিরেও সংকট কাটছে না রিয়ালের

এ টাকা অনুগ্রহ নয়, এটা আপনাদের অধিকার : বিআরটিএ চেয়ারম্যান

‘তপশিলের পর রাজনৈতিক দল আইন না মানলে বিধিমতো ব্যবস্থা’

১০

ইএসইউ-আইএনটিআই সহযোগিতা জোরদার, উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

১১

জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট

১২

রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানিয়ে নারীদের প্রস্তুত থাকতে বললেন মমতা

১৩

যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের গাজায় হামলা

১৪

বিএনপি বিজয়ী হলে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনা হবে : খোকন

১৫

‘বাড়ি থেকে বিদ্যালয়’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৬

আবারও পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা

১৭

তপশিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৮

বিপিএল : কে হবেন নোয়াখালীর অধিনায়ক, জানালেন মালিক

১৯

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

২০
X