খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সফরের খরচ মেটাতে স্বাস্থ্য কর্মকর্তার চাঁদা আদায়

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গত ১৩ জুলাই দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন।

তার এই সফরের খরচ মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কাছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

নির্ধারিত চাঁদা না দিলে বেতন আটকিয়ে রাখার ভয় দেখান তিনি। জোরপূর্বক চাঁদা আদায় নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, এই সফরের খরচ মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী মিলে মোট ১০০ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন অনুযায়ী ৪০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত চাঁদা নির্ধারণ করেন তিনি। এই চাঁদা কালেকশনের জন্য তার পছন্দের কর্মচারীকে দায়িত্ব দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরতদের এ বিষয়ে জানতে চাইলে কেউ প্রকাশ্যে কেউ বক্তব্য দিতে রাজি না হলেও নামে প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী এ বিষয়ে বিস্তারিত জানান।

নামে প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারী জানান, স্বাস্থ্য সহকারী প্রতি ৪শ ও সিএইচসিপিদের ৬শ টাকা চাঁদার জন্য নিয়মিত চাপ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা। টাকা না দিলে বেতন বন্ধ রাখার ভয় দেখাচ্ছেন এটা আসলেই লজ্জাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নার্স ও চিকিৎসক জানান, বেতন অনুযায়ী আমাদের ১০০০-৩০০০ টাকা চাঁদার জন্য চাপ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে আমরা এখনো কেউ চাঁদা দিইনি। এই চাঁদা তিনি প্রতিদিন নিজেই চাচ্ছেন।

চাঁদা কালেকশনের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহ বলেন, মন্ত্রীর সফরের খরচের জন্য নয় এটি আপ্যায়ন বিল মেটাতে নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, আপ্যায়ন বাবদ কোনো বিল সরকার থেকে পাওয়া যায় না, তাই অফিসে আগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অতিথিদের আপ্যায়ন মেটাতে এই টাকা নেওয়া হচ্ছে। তবে চাদা না দিলে বেতন আটকিয়ে রাখার বিষয়টা অস্বীকার করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

এ বিষয়ে সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শরীফ বলেন, শুধু কোনো ভিআইপির সফর নয়, যে কোনো বিষয়ে চাঁদা কালেকশন নিয়মবহির্ভূত কাজ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আপ্যায়ন বিলের বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসের জন্য সামগ্রিক বিষয়ে বার্ষিক একটা বরাদ্দ থাকে, সেটা কোন খাতে ব্যয় করবে তাদের বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসেবনের সময় গ্রেপ্তার বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা

বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর নতুন প্রার্থী ড. ফয়সাল

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

যশোর শিক্ষা বোর্ডে প্রশ্নফাঁস / নতুন প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র স‌চিবসহ ছয়জনকে অব্যাহতি

মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক ষড়যন্ত্র : আমিনুল হক

ময়মনসিংহে দুই শিশু নিখোঁজ, মুক্তিপণ না পেয়ে একজনকে হত্যা

যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

ইইউতে অভিবাসনপ্রত্যাশীদের শীর্ষে বাংলাদেশিরা

নির্বাচন কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক

১০

সকালের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড় হতে পারে

১১

সোহাগ হত্যায় কীভাবে আসামিদের গ্রেপ্তার করা হয় জানাল ডিএমপি

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

১৪

টানা বৃষ্টিতে পাহাড় ধসে বন্ধ সড়ক, ভোগান্তিতে সাধারণ মানুষ 

১৫

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না : নাহিদ

১৬

ফেনীর বন্যা ঠেকাতে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

১৭

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন বেতনকাঠামো

১৮

জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা

১৯

মিটফোর্ডের নৃশংসতা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ : সাকি

২০
X