বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডের রাইস বার্ন কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমরান হোসেন (৩২), সাঈদ হোসেন (৩৮), রুবেল হোসেন (৩১) ও মনির হোসেন (২৮)।
জানা গেছে, দুপুর ১টার দিকে পাইপলাইনের কাজ করার জন্য তারা তেলের ট্যাংকের ওপরে ওঠে। তেলের ট্যাংটি অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ হয়ে ঢাকনা খুলে গেলে তারা প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায় এবং গরম তেলে তাদের শরীর ঝলসে যায়। পরে অন্যান্য শ্রমিক ও কোম্পানি এইচআর রঞ্জন চক্রবর্তী তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, দুর্ঘটনার বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, কাজটি সাধারণ শ্রমিক দিয়ে করানো ঠিক হয়নি। যেখানে বিদ্যুৎ ও গ্যাসের লাইনে এক জায়গায় সেখানে একজন দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ থাকা প্রয়োজন ছিল। এ দুর্ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন