চুরি করতে গিয়ে কেটে পড়ে থাকা বুড়ো আঙুলের ছাপ শনাক্ত করে গরু চুরি মামলার আসামি শনাক্ত করল পিবিআই যশোর। আসামির নাম মনসুর আলী তালুকদার (৫৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চাড়িয়া কালিবাড়ি গ্রামের একরাম তালকুদারের ছেলে।
বুধবার (১১ সেপ্টেম্বর) চুরি হওয়া গরুর মালিক যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের আনিছুর রহমান খান কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। এজাহারে মনসুর আলী তালুকদার ছাড়াও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাত ৩টার দিকে মনসুর আলী দুটি গাভি ও দুটি বাছুর গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে তিনি শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গরু ৪টি নেই। কে বা কারা সেগুলো চুরি করে নিয়ে গেছে। তিনি লক্ষ্য করেন গোয়াল ঘরের বাইরে একজন মানুষের একটি কাটা বুড়ো আঙুল পড়ে আছে। তিনি অনুমান করেন গরু চুরি করার সময় চোরচক্রের সদস্যের আঙুল হয়ত কেটে পড়ে গেছে।
গত বুধবার সেটি যশোর পুলিশ ব্যুারো অব ইনভিস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে নিয়ে যান তিনি। পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে ওই বুড়ো আঙুল মনসুর আলী তালুকদারের। পরে নিশ্চিত হওয়ার পর তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন। তার ৪টি গরুর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, গরু চুরির আগে চোর চক্রের সদস্যরা গ্রিল কাটে। সেসময় একজনের আঙুল কেটে পড়ে যায়। যা নিয়ে তারা পিবিআই অফিসে আসেন। পরে পিবিআই ফিঙ্গারের বায়োমেট্রিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। জড়িতদের ধরতে পিবিআই মাঠে নেমেছে।
মন্তব্য করুন