গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক (২১) ও খাঁ পাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান চলাকালে বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে ৩০-৪০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। এতে প্রায় ১০-১৫ জন ছাত্র আহত হয়। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পারভেজ হোসেন নামের এক ছাত্র বাদী হয়ে ৪০ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার আবেদন করেছেন বলে জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হচ্ছে। তারা সবাই ছাত্রলীগের সদস্য। তবে তাদের কোনো পদ পদবি নেই।
মন্তব্য করুন