সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ এএম
অনলাইন সংস্করণ

প্রচলিত রাজনীতিকে কবর দিতে হবে : অ্যাডভোকেট শিশির মনির

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শিশির মনির। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শিশির মনির। ছবি : কালবেলা

দেশ ও জাতির উন্নয়নে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান দিতে হবে। সময়কে প্রধান্য দিতে হবে। প্রচলিত রাজনীতির কবর দিতে হবে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার সন্তান অ্যাডভোকেট শিশির মনির।

সুনামগঞ্জের ভাটির উপজেলা শাল্লায় শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেশ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা সুহেল আহমেদ ও জগৎজ্যোতি রায়ের যৌথ সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, কিছু কিছু ক্ষেত্রে ধর্ম নেই। কে হিন্দু কে মুসলমান এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা মানুষ। যদি কোন জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটে সেখানে হিন্দু-মুসলমান না খুঁজে আগে তাদেরকে উদ্ধার করতে হবে এবং সেটিই হয়। স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি, সম্প্রীতিতে কোন ধর্ম নেই। এগুলো সবার মধ্যেই ঘটে। কারো যদি স্বাস্থ্যের উন্নতি বা অবনতি হয় সেখানে হিন্দু-মুসলমান হিসেবে হয়ে থাকে না। হিন্দু-মুসলমান ভেদাভেদ ভুলে যেতে হবে।

তিনি বলেন, অনেকের বাড়ি গাড়ি আছে, ছেলে মেয়ে আছে কিন্তু সুখ শান্তি নেই। আবার অনেকেই রাস্তায় রিক্সা চালায় হাড়ভাঙ্গা পরিশ্রম করে তাদের মধ্যে অনেক সুখ রয়েছে। শুধু পয়সা হলেই সুখ শান্তি লাভ করা যায় না। একজন হতদরিদ্র মানুষ ও একজন অট্টালিকায় বসবাস করা মানুষের সুখের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, মানুষের মধ্যে যদি এসব পার্থক্য না থাকতো তাহলে মানুষ ঈশ্বর চিনতো না। আল্লাহকে ডাকতো না।

সভায় উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার চৌধুরী, জামায়াতে ইসলামের শাল্লা উপজেলার সভাপতি হাফেজ নূরে আলম সিদ্দিকি, খালিয়াজুরি উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাবেক ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, থানা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১০

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১১

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১২

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৩

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৪

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৫

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৬

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৭

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৮

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৯

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

২০
X